Bajaj Chetak: বাজাজ অটো তাঁর চেতক ব্র্যান্ডের স্কুটারগুলির (Bajaj Scooter) দাম আরও কমিয়ে দিতে চলেছে এবং চেতন ব্র্যান্ডের অধীনে কম দামের বৈদ্যুতিন স্কুটার আনতে চলেছে। সরকারের তরফে বেশ কিছুদিন যাবৎ ফেম ২ স্কিমের অধীনে বৈদ্যুতিন গাড়ির দামে অনেকটাই ছাড় দেওয়া হচ্ছিল। এবার সেই ছাড়ের মেয়াদ ফুরিয়েছে। বাজাজ অটো (Bajaj Auto) এবার খুচরো পণ্যের দিকে আরও বেশি মনোযোগ দিয়েছে এবং সেই লক্ষ্যে আগামী মাসেই একটি নতুন বৈদ্যুতিন স্কুটার লঞ্চ করার পরিকল্পনা করেছে। বলা ভাল, এর অতি জনপ্রিয় মডেল বাজাজ চেতকেরই একটি নয়া মডেল আনতে চলেছে সংস্থা।


চেতকের দুটি ব্র্যান্ড বাজারে চলছে


বাজাজ অটো (Bajaj Auto) চেতকের মডেলগুলি মূলত বৈদ্যুতিন স্কুটার বিক্রি করে। এখন বাজারে এই স্কুটারের দুটি ভ্যারিয়ান্ট পাওয়া যাচ্ছে। চেতক আরবান এবং চেতক প্রিমিয়াম। চেতক আরবানের দাম শুরু হচ্ছে ১.২৩ লক্ষ টাকা থেকে। আর অন্যদিকে চেতক প্রিমিয়ামের দাম শুরু হচ্ছে ১.৪৭ লক্ষ টাকা থেকে।


কী জানাল বাজাজ অটো


বাজাজ অটোর এক্সিকিউটিভ ডিরেক্টর রাকেশ শর্মা একটি সংবাদমাধ্যমে জানিয়েছেন যে, ২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে বাজাজ (Bajaj Auto) তাঁর পণ্যের আপগ্রেড করেছে। তবে মে মাসের মধ্যেই একটি নতুন পণ্য বাজারে আনতে চলেছে বাজাজ। দাম কত হতে চলেছে এই নতুন মডেলের ? আশা করা যাচ্ছে, বাজারে প্রতিযোগিতা করতে দাম তুলনামূলক সাশ্রয়ী রাখবে চেতক। তবে এটি প্রিমিয়াম মডেল নয়, এটুকু জানিয়েছেন বাজাজের ডিরেক্টর। জানা গিয়েছে এই মডেলে একটি ছোট ব্যাটারি এবং হাব মোটর থাকতে পারে।


দোকান ও শো-রুমের সংখ্যা বাড়াবে বাজাজ


২০২০ সালের জানুয়ারি মাসে বাজারে প্রথম বৈদ্যুতিন স্কুটার লঞ্চ করেছিল বাজাজ অটো। ২০২৪ সালের শুরুতেই এই সংস্থা সারা দেশের মধ্যে ১,০৬,৪৩১টি চেতকের মডেল বিক্রি করেছে। সংস্থার মার্কেট শেয়ার বেড়ে গিয়েছে ১৪ শতাংশ। বর্তমানে বাজাজ সারা দেশে ১৬৪টি শহরে মোট ২০০টি স্টোরে তাঁদের মডেল রেখেছে। এমনকী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে এই স্টোরের সংখ্যা সারা দেশে ৬০০টির মাত্রায় পৌঁছে যাবে বাজাজ অটো।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: SUV Cars: সনেটের থেকেও ধামাকাদার মডেল আনল কিয়া, ফিচার্সে কোথায় আলাদা ?


Car loan Information:

Calculate Car Loan EMI