HDFC Bank: বাজেট মিটতেই এবারে গ্রাহকদের জন্য সুবিধের ডালি সাজাল দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক HDFC। ফিক্সড ডিপোজিট যে সাধারণ মানুষের যখের ধন, সেই ফিক্সড ডিপোজিটে এবার আরও সুদ দেবে এই ব্যাঙ্ক বাড়ল (HDFC Bank) সুদের হার। এবার থেকে ৭.৯ শতাংশ সুদ মিলবে এইচডিএফসি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে। ৩ কোটি টাকার কম আমানতের (HDFC FD Interest Rate Hike) উপর সুদের হার ২০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। ২৪ জুলাইয়ের পর থেকেই এই সুদের হার কার্যকর হবে বলে জানা গিয়েছে।


এবার থেকে সাধারণ নাগরিকরা HDFC ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট করলে সর্বোচ্চ ৭.৪০ শতাংশ সুদ পাবেন এবং প্রবীণ নাগরিকরা স্বাভাবিক নিয়মে ৫০ বেসিস পয়েন্ট বেশি অর্থাৎ ৭.৯০ শতাংশ সুদ পাবেন এই ব্যাঙ্কে। তবে সব মেয়াদের জন্য এই সুদ নয়। ৫৫ মাস অর্থাৎ ৪ বছর ৭ মাসের মেয়াদে ফিক্সড ডিপোজিটে মিলবে এই সুদ।


বর্তমানে HDFC ব্যাঙ্কে কোন মেয়াদে কত সুদ মিলছে


সাধারণ নাগরিকদের জন্য এই ব্যাঙ্কে এখন ৭ দিন থেকে ২৯ দিনের মেয়াদে এফডি করালে ৩ শতাংশ সুদ মিলছে। ৩০ দিন থেকে ৪৫ দিনের মেয়াদে ফিক্সড ডিপোজিটে সুদ মিলছে ৩.৫০ শতাংশ, ৪৬ দিন থেকে ৬ মাসের কম সময়ের মেয়াদে এফডি করালে আপনি ৪.৫০ শতাংশ হারে সুদ পাবেন।


অন্যদিকে ৬ মাস ১ দিন থেকে ৯ মাসের কম মেয়াদে আপনি সুদ পাবেন ৫.৭৫ শতাংশ, ৯ মাস থেকে ১ বছরের মধ্যে টাকা ফিক্সড ডিপোজিটে রাখলে আপনাকে HDFC ব্যাঙ্ক ৬ শতাংশ সুদ দেবে। ১৫ মাস থেকে ১৮ মাসের মেয়াদে সুদের হার ৭.১০ শতাংশ, ১৮ মাস থেকে ২১ মাসের ব্যবধানে সুদের হার পাবেন ৭.২৫ শতাংশ। ২১ মাস থেকে ২ বছর ১১ মাসের মধ্যে ফিক্সড ডিপোজিট করালে আপনি ৭ শতাংশ হারে সুদ পাবেন।


কোথায় এল বদল


এইচডিএফসি ব্যাঙ্কে ৩৫ মাসের জন্য ফিক্সড ডিপোজিটের মেয়াদে সুদের হার ২০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে অর্থাৎ ৭.১৫ শতাংশ থেকে ৭.৩৫ শতাংশ করা হয়েছে। আর ৫৫ মাসের মেয়াদে সুদের হার একইভাবে ২০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৭.২০ শতাংশ থেকে করা হয়েছে ৭.৯০ শতাংশ। প্রবীণ নাগরিকরা এই মেয়াদে পাবেন অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট সুদ। অর্থাৎ ৫৫ মাসের জন্য এফডিতে প্রবীণ নাগরিকরা ৭.৯০ শতাংশ সুদ পাবেন।


আরও পড়ুন: Stock Market: বাজেটের দিনে দাম বেড়েছে ৫ শতাংশ, নজরে আছে এই শেয়ার ?