Indigo Airlines: ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির আবহে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বড় সিদ্ধান্ত নিল ইন্ডিগো এয়ারলাইনস। বেশ কিছু উত্তর ভারতের শহরে বিমান পরিষেবা বাতিল করেছে ইন্ডিগো (Indigo Airlines)। এই স্থগিতাদেশ কার্যকর থাকবে ১০ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

Continues below advertisement

১০টি শহরে বিমান পরিষেবা বাতিল করেছে ইন্ডিগো

এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে ইন্ডিগো এয়ারলাইনস জানিয়েছে, 'আপনাদের নিরাপত্তা সবার আগে প্রাধান্য পাবে। এই সমস্ত শহর থেকে এবং শহরগামী বেশ কিছু বিমান বাতিল করা হয়েছে ১০ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আমরা আপনাদের সুস্থ ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করছি। এখানে বিমানের স্ট্যাটাস করতে পারেন http://bit.ly/31paVKQ।  নতুন করে বিমান বুক করতে এবং রিফান্ড দাবি করতে এখানে আবেদন করুন http://bit.ly/31lwD2y।'

Continues below advertisement

শ্রীনগর, জম্মু, লে, অমৃসতর, চণ্ডীগড়, ধরমশালা, যোধপুর, বিকানীর, কিষাণগড়, রাজকোট এই শহরগুলিতে সাময়িকভাবে বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে। ইন্ডিগো জানিয়েছে যে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করছে। ইন্ডিগো জানিয়েছে যে তারা অফিসিয়াল আপডেটের মাধ্যমে সমস্ত তথ্য জানাচ্ছে গ্রাহকদের। ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আনতে আপনাকে সহায়তা করার জন্য বদ্ধপরিকর ইন্ডিগো, গ্রাহকদের কাছে তারা ধৈর্য রাখার আবেদন জানিয়েছে।

জম্মু, পঞ্জাব ও রাজস্থানের বিভিন্ন এলাকায় পাকিস্তানের একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পরেই এই বিজ্ঞপ্তি জারি করেছে ইন্ডিগো। ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা যদিও এই ঝুঁকির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়িয়ে দিয়েছে প্রশাসন। শুক্রবার যদিও দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর খোলা ছিল এই উত্তেজনার আবহ থাকলেও। একটি এক্স পোস্টে দিল্লি আন্তর্জাতিক বিমান পরিষেবা সংস্থা স্পষ্ট করে জানিয়েছে যে দিল্লিতে বিমান পরিষেবা স্বাভাবিক রয়েছে, কিছু কিছু বিমানের সূচি বদল করা হয়েছে, উচ্চমাত্রার নিরাপত্তা আবহে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক আপডেটের জন্য আপনার এয়ারলাইনসের ওয়েবসাইটে তথ্য যাচাই করে দেখুন।

এই ২৪টি বিমানবন্দর বন্ধ থাকবে

পঞ্জাব

অমৃতসর

লুধিয়ানা

পাতিয়ালা

ভাটিন্ডা

হালওয়ারা

পাঠানকোট

 

হিমাচল প্রদেশ

ভুন্টার

সিমলা

কাংরা-গজ্ঞল

 

চণ্ডীগড় (কেন্দ্রশাসিত অঞ্চল)

জম্মু-কাশ্মীর (কেন্দ্রশাসিত অঞ্চল)

শ্রীনগর

জম্মু

 

লাদাখ (কেন্দ্রশাসিত অঞ্চল)

লে

 

রাজস্থান

কিষেণগড়

জয়সলমীর

যোধপুর

বিকানীর

 

গুজরাত

মুন্ডা

জামনগর

হিরাসার

পোরবন্দর

কেশোদ

কান্ডলা

ভুজ