E-Commerce Platform: চিন্তা বাড়তে চলেছে ফ্লিপকার্ট (Flipkart), অ্যামাজনের (Amazon)। এবার নিয়ম ভাঙার অভিযোগে দুই অনলাইন বিজনেস প্লাটফর্মকে তলব করতে চলেছে সরকার। সম্প্রতি এমনই খবর প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্স (Reuters)।
কী অভিযোগ উঠেছে কোম্পানির বিরুদ্ধে
রিপোর্টে বলা হয়েছে, বিদেশি বিনিয়োগ আইন ভাঙার তদন্তের অংশ হিসাবে সরকার ফ্লিপকার্ট এবং অ্যামাজনের প্রতিনিধিদের তলব করবে। এক সিনিয়র সরকারি সূত্রের উল্লেখ করে প্রকাশিত হয়েছে এই রিপোর্ট। এই পদক্ষেপটি ই-কমার্স জায়ান্টগুলির সঙ্গে যুক্ত কিছু বিক্রেতার উপর সাম্প্রতিক অভিযানের পরে নেওয়া হয়েছে।
পরিসংখ্যান বলছে, এই পদক্ষেপটি ওয়ালমার্ট-মালিকানাধীন ফ্লিপকার্ট এবং অ্যামাজনের ক্রমবর্ধমান রেগুলেটরি নজরদাররি কারণেই নেওয়া হচ্ছে। বর্তমানে ভারতের $70 বিলিয়ন ই-কমার্স বাজারে দ্রুত প্রসারিত হচ্ছে এই অনলাইন প্লাটফর্মের ব্যবসা। ভারতের তদন্তে ইতিমধ্যেই নির্বাচিত বিক্রেতারা আইন লঙ্ঘন করেছে বলে জানা গেছে। রয়টার্সের রিপোর্টে উল্লেখ করা হয়েছে সেই বিষয়ে।
কী নিয়ে সমস্যা হচ্ছে
Amazon এবং Flipkart-এর তরফে বলা হয়েছে, ধারাবাহিকভাবে তারা কোম্পানির সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের পণ্য় ও নিয়মে নজর রাখে। ভারতীয় আইন মেনেই ব্যবসা করে কোম্পানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বছরের পর বছর ধরে অভিযোগের তদন্ত করছে এই বিষয়ে। ভারতীয় আইন অনুসারে বিদেশি ই-কমার্স সংস্থাগুলিকে রিসেল করতে নিষেধ করেছে সরকার। এই অনলাইন বিজনেস প্লাটফর্মগুলিকে শুধুমাত্র বিক্রেতাদের জন্য একটি মার্কেটপ্লেস হিসাবে কাজ করতে বলা হয়েছে।
সরকার কী ব্যবস্থা নিতে পারে
অ্যামাজন ও ফ্লিপকার্ট বিক্রেতাদের ওপর সম্প্রতি অভিযান চালিয়েছে সরকার। শোনা যাচ্ছে , এবার সরকারি সংস্থা কোম্পানির প্রতিনিধিদের তলব করার পরিকল্পনা করেছে। বর্তমানে অপারেশন চলাকালীন বাজেয়াপ্ত করা নথিগুলি পর্যালোচনা করছে। এই মামলার সঙ্গে জড়িত ঊর্ধ্বতন সরকারি সূত্র সোমবার এই বিষয়ে জানিয়েছে।
জানা গেছে, বিগত পাঁচ বছরে বিক্রেতাদের কাছ থেকে ব্যবসার তথ্য এবং ই-কমার্স কোম্পানিগুলির সঙ্গে জড়িত লেনদেন পরীক্ষা করবে সরকার। যদিও অ্যামাজন, ফ্লিপকার্ট এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রয়টার্সের প্রশ্নের বিষয়ে সাড়া দেয়নি।
আরও পড়ুন : Private Video Leak Punishment: ইচ্ছাকৃতভাবে ব্যক্তিগত ভিডিও ফাঁস করছেন, কী শাস্তি হতে পারে জানেন ?