নয়া দিল্লি: কেন্দ্রের বেশ কয়েকটি বিভাগের কর্মীদের বোনাস দিতে চলেছে কেন্দ্র। কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী এবং সশস্ত্র বাহিনীর কর্মীরাও এই বোনাস পাবেন, এমনটাই জানান হয়েছে। যে সব কর্মী ১ মার্চ, ২০২১ তারিখ পর্যন্ত কর্মরত ছিলেন এবং ২০২০-২১ অর্থবছরে কমপক্ষে ছ’মাস ধারাবাহিক ভাবে কাজ করেছেন, তাঁরা এই অ্যাডহক বোনাস পাবেন।


কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আধাসেনাদের ৩০ দিনের বেতন দেওয়া হবে। অর্থমন্ত্রকের পক্ষ থেকে এও জানানো হয়েছে এই সুবিধা সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স ও আর্মফোর্সের কর্মীরা পাবেন ৷ একই সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চলের কর্মীরা ৷ ৩০ দিনের বোনাসের টাকার মূল্য ৩০ দিনের বেতনের সমান হতে পারে বলেই মনে করা হচ্ছে। একই সঙ্গে গ্রুপ সি , গ্রুপ বি-সহ সমস্ত নন গেজেটেড কর্মীরাও এই বোনাস পাবেন বলেই জানতে পারা গিয়েছে ৷


এক বছরে গড় দিনের হিসেবে একটি মাসের গড় দিনের সংখ্যা ৩০.৪। উদাহরণ হিসেবে ৭০০০ হাজার টাকার হিসেবে, নন-প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস বা অ্যাডহক বোনাসের পরিমাণ হতে পারে ৬৯০৭.৮৯ টাকা। বোনাসের টাকা নির্ধারিত হবে ৬ মাস থেকে ১ বছর কর্মীদের কাজের অনুপাতেই ৷ অন্তত এমনটাই খবর। 


বিবৃতিতে এও বলা হয়েছে যে সব কর্মচারী পদত্যাগ করেছেন, চাকরি থেকে অবসর নিয়েছেন বা ৩১ মার্চ, ২০২১ -এর আগে মারা গিয়েছেন, তাঁদের জন্য অ্যাডহক বোনাসের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। শুধুমাত্র সেই ব্যক্তিদের অ্যাডহক বোনাস দেওয়া হবে, যাঁরা শারীরিক অসুস্থতার কারণে ইস্তফা দিয়েছেন বা অবসর নিয়েছেন অথবা ৩১ মার্চ, ২০২১ -এর আগে মারা গিয়েছেন।


এর আগে, রেল কর্মীদের জন্য় সুখবর দিয়েছিল ভারতীয় রেলওয়ে। ২০২০-২১ অর্থবর্ষে নন-গেজেটেড রেলকর্মীদের প্রোডাক্টিভিটি বোনাসের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। যদিও এই বিশেষ বোনাস পাবেন না আরপিএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএসএফ অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সের কর্মীরা।