Amazon Festival Sale: অ্যামাজনের সেলে বাম্পার ছাড়ে পাবেন ব্র্যান্ডেড হেডফোন। নতুন অফারে বোট, ইনফিনিটি (জেবিএল), জেব্রনিক্স ও সোনির মতো ব্র্যান্ডের হেডফোনে 77% পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। এই হেডফোনগুলি আপনার নিজের ব্যবহারের জন্য বা দীপাবলিতে ছোটদের উপহার হিসাবে দিতে পারেন। দেখে নিন অ্যামাজনের সেলে এমনই 5 হেডফোন।

অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে দারুণ অফার, ক্লিক করে জানুন সেরা ডিল

১ boAt Rockerz 450 Wireless Bluetooth Headphoneঅ্যামাজনের সেলে বোটের হেডফোন পান 77 শতাংশ পর্যন্ত ছাড়। 3,990 টাকার এই হেডফোন এখন সেলে 899 টাকায় পাওয়া যাচ্ছে। অ্যাকুয়া ব্লু এই গ্যাজেট সবার নজর কাড়ে। আপনি এই ওয়্যারলেস ব্লুটুথ হেডফোনগুলিকে যেকোনও ডিভাইসের সঙ্গে যুক্ত করতে পারেন। এই ডিভাইসে রয়েছে 40 এমএম-এর পাওয়ারফুল ড্রাইভার যা HD অডিও কোয়ালিটি দেয়। টানা 8 ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক সাপোর্ট দিতে পারে এই ডিভাইস। এতে রয়েছে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার।   

এই লিঙ্কে ক্লিক করে জানুন বোট রকার্জের দাম                                    

২ Infinity(JBL) Glide 510 On-Ear Wireless Headphonesপুজোর সময় ভাল হেডফোন কিনতে চাইলে Infinity (JBL) Glide-এর বিষয়ে ভাবতে পারেন। অ্যামাজনের সেলে এই প্রোডাক্ট এখন ১৪৯৯ টাকা দাম হলেও ৫১০ টাকায় পাওয়া যাচ্ছে। ৬৩ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে এই হেডফোনে। এই গ্যাজেটে ডুয়াল ইকুলাইজার মোড পাবেন ক্রেতা। টানা ৭২ ঘণ্টা প্লেটাইম দিতে পারে এই হোডফোন। হ্যান্ডস ফ্রি কলিং ছাড়াও দ্রুত চার্জিং সাপোর্ট রয়েছে এই ডিভাইসে।

জেবিএল-এর সেরা হেডফোনে পান এই বাম্পার ডিল

৩ Zebronics Zeb-Duke Wireless Bluetooth ভাল হেডফোন পেতে চান। জেব্রনিক্স জেব-ডিউক ওয়্যারলেস ব্লুটুথ কিনতে পারেন। অ্যামাজনের সেলে 1,999 টাকার এই হেডফোনগুলি 35% ছাড়ের পর এখন 1,299 টাকায় পাওয়া যাচ্ছে। কালো রঙের এই হেডফোনগুলিতে আরজিবি লাইট রয়েছে। প্লেব্যাক ও টক টাইম মিলিয়ে 30 ঘণ্টা পর্যন্ত পারফর্ম করেত পারে এই ডিভাইস। এতে ভয়েস অ্যাসিস্টেন্স, অক্স ইনপুট ও কল ফাংশনের সুবিধা রয়েছে। হেডফোনে আরামদায়ক কুশনের পাশাপাশি রেগুলার হেডব্যান্ড দেওয়া হয়েছে। 

Zebronics Zeb-Duke হেডফোনে পান দারুণ অফার, দেখ নিন দাম

৪ Sony WH-1000XM3 Industry Leading Wireless Noise Cancellation Headphones আপনি যদি প্রিমিয়াম সেগমেন্টের হেডফোন নিতে চান তাহলে সনি WH-1000XM3 হেডফোনের দিকে দেখতে পারেন। 29,999 টাকার এই হেডফোন এখন অ্যামাজনের সেলে 17,990 টাকায় 40% ছাড়ের পর পাওয়া যাচ্ছে। কালো রঙের Sony WH-1000XM3 হেডফোনে দ্রুত চার্জ দেওয়ার সুবিধা রয়েছে। এর ব্যাটারি 30 ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয়। আলেক্সা ভয়েস কন্ট্রোল-এর অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (এএনসি) সাউন্ডপ্রুফ সাউন্ড ফিচার রয়েছে এই হেডফোনে। হাই-রেজ অডিও ও বিল্ট-ইন এম্প্লিফায়ার প্রোডাক্টের সাউন্ড কোয়ালিটি অনেকটাই বাড়িয়ে দেয়। হেডফোনে HD নয়েজ ক্যান্সেলিং প্রসেসর QN1 দিয়েছে কোম্পানি। ভারী বিট উপভোগ করার জন্য দেওয়া হয়েছে লিকুইড ক্রিস্টাল পলিমার (LCP)।

এই লিঙ্কে ক্লিক করে জানুন সনি প্রিমিয়াম হেডফোনের দাম

আরও পড়ুন : Amazon Festival Sale: অ্যামাজনে আরও সস্তায় ব্র্যান্ডেড ল্যাপটপ, ১৫০০ টাকার অতিরিক্ত ক্যাশব্যাক

আরও পড়ুন : Amazon Festival Sale: অ্যামাজনের সেলে বাম্পার অফার, ৫০০ টাকার মধ্যে পাংচার কিট-এয়ার পাম্প