Forbes Billionaire Index: এবার বিশ্বের সেরা ধনী ব্যক্তিদের তালিকায় (World Oldest Billionaire) ১০২ বছরের প্রবীণ। সম্প্রতি বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস (Forbes Billionaire Index)। এর মধ্যে কিছু পরিবর্তন করেছে । 


কে এই প্রবীণ ব্যক্তি
ফোর্বস বিলিয়নেয়ার তালিকা 2024 অনুযায়ী বার্নার্ড আরনাল্ট এখন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন মুকেশ আম্বানি। ভারতের সবচেয়ে ধনী মহিলার নাম সাবিত্রী জিন্দাল। জেনে নিন, জর্জ জোসেফ আসলে কে ।


কী করেন জর্জ 
জোসেফ মার্কারি জেনারেল কর্পোরেশনের মালিক। ফোর্বস বিলিয়নেয়ার তালিকা অনুযায়ী, জর্জ জোসেফ একজন আমেরিকান ব্যবসায়ী। তিনি লস এঞ্জেলেসে অবস্থিত একটি বিমা কোম্পানি মার্কারি জেনারেল কর্পোরেশন প্রতিষ্ঠা করেন। বিমা খাতে সাফল্য পেয়েছে এই কোম্পানি। মার্কারি জেনারেল কর্পোরেশনে জর্জ জোসেফের প্রায় ৩৫ শতাংশ শেয়ার রয়েছে এই কোম্পানিতে।


এটি একটি পাবলিক ট্রেড কোম্পানি। মার্কারি জেনারেল অটোমোবাইল, বাড়ি এবং আগুন সহ বিভিন্ন ধরনের বিমা বিক্রি করে। ফোর্বসের বিলিয়নেয়ার তালিকায় ১০২ বছর বয়সী জর্জ জোসেফের সম্পদের পরিমাণ প্রায় $১.৭ বিলিয়ন। এর ফলে তিনি বিশ্বের সবচেয়ে প্রবীণ বিলিয়নিয়ার ।


সর্বকনিষ্ঠ ধনকুবের কে
 সম্প্রতি বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস। এতে মোট ২৭৮১ জন স্থান পেয়েছেন। এই তালিকায় জায়গা করে নিয়েছেন ১৯ বছরের এক তরুণীও। ফোর্বসের বিলিয়নেয়ার তালিকা অনুযায়ী, মাত্র 19 বছর বয়সী ব্রাজিলিয়ান ছাত্রী লিভিয়া ভয়েট বিশ্বের সর্বকনিষ্ঠ মহিলা বিলিয়নেয়ার হওয়ার খেতাব পেয়েছেন। এর আগে এই খেতাবটি ছিল ১৯ বছর বয়সী ইতালীয় তরুণী ক্লেমেন্তে দেল ভেচিওর হাতে। তিনি লিভিয়া ভয়েটের চেয়ে মাত্র দুই মাসের বড়।


Livia Voigt কে ?
বিশ্বের সর্বকনিষ্ঠ বিলিয়নেয়ারের খেতাব জয়ী লিভিয়া ভয়েটও ব্যবসায়ী পরিবারের সদস্য। তার পারিবারিক কোম্পানি অন্যতম শীর্ষ গাড়ি উৎপাদনকারী কোম্পানি। WEG নামের এই মোটর কোম্পানিতে Livia Voigt-এর সবচেয়ে বেশি ব্যক্তিগত শেয়ার রয়েছে। এই সংস্থাটি লিভিয়া ভয়েটের দাদা ওয়ার্নার রিকার্ডো ভয়েট শুরু করেছিলেন। ফোর্বসের মতে, লিভিয়া ভয়েটের মোট সম্পদের পরিমাণ প্রায় 1.1 বিলিয়ন ডলার।


Indian Youngest Billionaire: ভারতের সর্বকনিষ্ঠ বিলিয়নেয়ার কে ?
ভারতের সর্বকনিষ্ঠ বিলিয়নেয়ারদের তালিকায় শীর্ষে রয়েছে জিরোধার প্রতিষ্ঠাতা নিতিন কামাথ ও নিখিল কামাথের নাম। এছাড়াও, শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট সচিন এবং বিনি বনসলও ভারতের সর্বকনিষ্ঠ বিলিয়নেয়ারের খেতাব পেয়েছেন।


World Youngest Billionaire: ১৯ বছর বয়সে বিশ্বের সবথেকে কমবয়সী ধনকুবের এই মেয়ে, কী করেন ?