নয়াদিল্লি: রাতারাতি বদলে গেল চিত্র। ফোর্ড (Ford Motor)ভারতে নিজেদের গাড়ি তৈরি বন্ধ করতেই সরকারের দ্বারস্থ হল ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন (FADA)। কেন্দ্রের কাছে গাড়ির ডিলারদের সুরক্ষায় নতুন আইন আনার দাবি করেছে সংগঠন।


FADA-র মতে, এভাবে বিদেশি কোম্পানি ভারতে হঠাৎ ঝাঁপ বন্ধ করলে সমস্যায় পড়বেন ডিলাররা। অবিলম্বে এই বিষয়ে আইন আনা উচিত সরকারের। যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ করতে গেলে ভাবতে হয় কোম্পানিগুলিকে। সরকারের কাছে Franchisee Protection Act আনার দাবি তুলেছেন ডিলাররা। তাঁদের আশা, এই ধরনের আইন আনা হলে রাতারাতি প্লান্ট বন্ধ করে বিদেশে পাড়ি দিতে পারবে না কোনও কোম্পানি। সেই ক্ষেত্রে গাড়ির ডিলারদের সঙ্গে আলোচনায় বসতে হবে তাদের। অন্যথায় এতে মারাত্মক ক্ষতির মুখে পড়তে হবে ডিলারদের। অনিশ্চিত ভবিষ্যতের মুখ পড়তে হচ্ছে তাঁদের।


এই নিয়ে পর পর ঝাঁপ গোটাল তিন কোম্পানি
ভারতের গাড়ি বাজারের সাম্প্রতিক চিত্র বলছে, অনেকদিন ধরেই তাদের কারখানা বন্ধ করার কথা বলছিল ফোর্ড মোটরস। গুজরাত ও দক্ষিণ ভারতে তাদের দুই প্লান্টেই গাড়ি তৈরির ব্যয় বাড়ছিল। প্রথমে প্লান্ট বন্ধ না করে অন্য কোম্পানির সঙ্গে গাঁটছড়া বেঁধে এগোনোর চেষ্টা ও করেছিল ফোর্ড। কিন্তু শেষপর্যন্ত কোনও পরিকল্পনাই বাস্তবের মুখ দেখেনি। তাই ভারতে ঝাঁপ গোটাতে হয়েছে কোম্পানিকে। তবে ফোর্ড একা নয়। এই তালিকায় নাম লিখিয়েছে আরও এক আমেরিকান কোম্পানি 'শেভ্রলে'। সবথেকে বড় ঝটকা দিয়েছে বাইক প্রস্তুতকারী কোম্পানি 'হার্লে ডেভিডসন'। দেখা যাচ্ছে, একে একে আমেরিকান কোম্পানিগুলি ভারতে ব্যবসা করতে পারছে না।


সরকারের কাছে কী বলছে FADA ?
এ প্রসঙ্গে ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন (FADA)-র প্রেসিডেন্ট ভিঙ্কেশ গুলাটি বলেন, ''বেশিরভাগ ক্ষেত্রেই কার ডিলারসদের পর্যাপ্ত ক্ষতিপূরণ না দিয়েই বিদেশে চলে যাচ্ছে কোম্পানিগুলি। ব্রাজিল, রাশিয়া, চিন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতে এই ধরনের কাজ করতে পারে না তারা। সেখানে ডিলারদের স্বার্থ রক্ষার জন্য আইন রয়েছে, তাই হঠাৎ করে কিছু করে পালাতে পারে না বিদেশি কোম্পানিগুলি। সরকারের কাছে অনুরোধ, অবিলম্বে Franchisee Protection Act আনার ব্যবস্থা করুক সরকার।'' ২০১৭ সালের পর এই নিয়ে পাঁচটি কোম্পানি দেশ ছেড়ে গেল। যার মধ্যে সবথেকে বড় নাম ফোর্ডের। 


ফোর্ডের বক্তব্য কী ?
ভারত থেকে ব্যবসা বন্ধ নিয়ে ইতিমধ্যেই ফোর্ড ইন্ডিয়ার প্রেসিডেন্ট ও এমডি অনুরাগ মেহরোত্রার সঙ্গে কথা হয়েছে FADA-র প্রেসিডেন্ট ভিঙ্কেশ গুলাটির। ডিলারদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছেন অনুরাগ। এমনই দাবি করেছেন গুলাটি। তিনি জানিয়েছেন, সব মিলিয়ে ভারতে ১৭০টা ডিলার ও ৩৯১টা আউটলেট রয়েছে ফোর্ডের। কমপক্ষে ২০০০ কোটি টাকার বিনিয়োগ রয়েছে দেশে।  


আরও পড়ুন : Tata Punch থেকে Mahindra XUV700, উৎসবের মরশুমে আসছে কোন গাড়ি ?


আরও পড়ুন : Hyundai Casper: Tata Punch কে টক্কর দিতে Casper আনছে Hyundai