নয়াদিল্লি: বেশ কয়েকদিন ধরে চর্চায় থাকার পর দক্ষিণ কোরিয়ার মার্কেটে লঞ্চ করা হয়েছে হুন্ডাইয়ের বহু প্রতীক্ষিত গাড়ি ক্যাসপার (Hyundai Casper)। ক্যাসপার প্রযুক্তির কথা মাথায় রেখেই এই গাড়ির নাম রেখেছে হুন্ডাই। সাব কমপ্যাক্টের পর বিশ্ববাজারে মাইক্রো এসইউভি হিসাবে এই গাড়িকে তুলে ধরবে কোম্পানি।


দক্ষিণ কোরিয়ায় ক্যাসপারের আত্মপ্রকাশ (Hyundai Casper SUV has been revealed)
গাড়ি বিশেষজ্ঞরা বলছেন, ৪ মিটারের সাব ক্যামপ্যাক্ট এসইউভির পর এবার তার থেকে আরও ছোট উঁচু গাড়ির দিকে ঝুঁকছে গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলি। ইতিমধ্যেই ভারতের বুকে সেই তালিকায় নাম লিখিয়েছে টাটা পাঞ্চ(Tata Punch)। শোনা যাচ্ছে, টাটাকে টক্কর দিতে ক্যাসপারকে ভারতীয় বাজারে আনছে হুন্ডাই। তবে আগামী বছরের আগে দেশের বাজারে ক্যাসপারের আসার সম্ভাবনা কম।  


হুইলবেস কত গাড়ির ? (Hyundai Casper length) 
নতুন মডেলের দৈর্ঘ্য রাখা হয়েছে ৩৫৯৫ এমএম। গাড়ির হুইল বেস ২৪০০ এমএম রেখেছে কোম্পানি। চওড়ায় এই গাড়ি ১৫৯৫ এমএম আয়তন পেয়েছে। স্বাভাবিকভাবেই পিছনের সিটে তিনজনের বসার জায়গা হবে না গাড়িতে। এসইউভির উচ্চতা রাখা হয়েছে ১৫৭৫ এমএম। ক্যাসপারের বেস মডেলে ১.০ এমপিআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। টার্বো মডেলে দেওয়া হয়েছে ১.০টি জিডিআই ইঞ্জিন। স্বাভাবিকভাবেই টপ মডেলে এই টার্বো ভ্যারিয়েন্ট দেওয়া হবে। 


Hyundai Casper design
ছোট গাড়ির সেগমেন্টে একেবারে চমক দিয়েছে ক্যাসপার।কিছুটা মিনি কুপার লুক দেওয়া হয়েছে গাড়িতে। তবে কখনোই ডিজাইন ল্যাঙ্গোয়েজে নিজস্বতা হারায়নি হুন্ডাই। সামনে হেডল্যাম্পের পাশে দেওয়া এলইডি ডিআরএল ব্যবহার করা হয়েছে গাড়িতে।মাইক্রো এসইউভির মধ্যেই সানরুফ ও রুফ রেইল দিয়েছে কোম্পানি।ভেনুর মতো এতেও টল বয় ডিজাইন দেওয়া হয়েছে।


টাটা পাঞ্চের সঙ্গে হবে প্রতিযোগিতা (Hyundai Casper SUV To Rival Tata Punch)
সম্প্রতি টাটার বহু প্রতীক্ষিত গাড়ির ভিডিয়ো টিজার লঞ্চ করেছে কোম্পানি। অতীতে টল বয় ডিজাইন ল্যাঙ্গোয়েজ দিয়ে অটো এক্সপোতে আনা হয়েছিল এই গাড়ি। রুফ রেইলের সঙ্গে আসল এসইউভি লুক দিতে 'মাড টায়ার' দেওয়া হয়েছিল কনসেপ্টে। অনেকেরই ধারণা ছিল, এই গাড়ির নাম হতে চলেছে Tata HBX বা টাটা হর্নবিল। যদিও সবাইকে চমকে দিয়ে গাড়ির নাম রাখা হয়েছে টাটা পাঞ্চ। শোনা যাচ্ছে, উৎসবের সময় ভারতে আত্মপ্রকাশ করবে এই মাইক্রো এসইউভি।টাটার এই নতুন এসইউভিতে ALFA-ARC (Agile Light Flexible Advanced Architecture) দিয়েছে কোম্পানি। যা শহরের রাস্তাঘাটে চলার পাশাপাশি হাইওয়েতেও গাড়িকে 
ভালো গ্রিপ দেবে। টাটার ইমপ্যাক্ট ২.০ ডিজাইন ল্যাঙ্গোয়েজে তৈরি করা হয়েছে এই গাড়ি। এর সঙ্গেই টক্কর হবে ক্যাসপারের। 


আরও পড়ুন : Tata Punch থেকে Mahindra XUV700, উৎসবের মরশুমে আসছে কোন গাড়ি ?


আরও পড়ুন : Tata Tigor EV 2021: ১২ লক্ষ টাকায় বেস ভ্যারিয়েন্ট, বাজারে এল Tata Tigor EV 2021