নয়া দিল্লি : আইসিআইসিআই ব্যাঙ্কের (ICICI Bank) প্রাক্তন সিইও ছন্দা কোচার (Chanda Kochhar) ও তাঁর স্বামী দীপক কোচার গ্রেফতার। আজ, শুক্রবার তাঁদের গ্রেফতার করে সিবিআই (CBI)। তিনি ওই বেসরকারি ব্যাঙ্কের মাথায় থাকাকালীন ভিডিওকন গ্রুপকে ৩ হাজার কোটি টাকার ঋণ দেওয়া নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে ছন্দা কোচারের বিরুদ্ধে। 


কী অভিযোগ ?


২০১৮ সালে নাগাদ অভিযোগ ওঠে যে, ভিডিওকন গ্রুপকে ঋণ দেওয়ার ক্ষেত্রে পক্ষপাতিত্ব করেছেন ছন্দা কোচার । তার পরই ওই বছর অক্টোবর মাস নাগাদ আইসিআইসিআই ব্যাঙ্কের সিইও ও ম্যানেজিং ডিরেক্টরের পদ ছেড়ে দেন তিনি। সংশ্লিষ্ট বেসরকারি ব্যাঙ্কের তরফে এক বছর পর বিবৃতি জারি করে বলা হয়, ব্যাঙ্কের আচরণবিধি এবং অভ্যন্তরীণ নীতি ভেঙেছেন ছন্দা কোচার। তাই তাঁর প্রস্থানকে সংস্থা থেকে "বের করে দেওয়া" হিসেবে বিবেচিত হবে। 


২০১২ সালে ভিডিওকন গ্রুপকে ৩ হাজার ২৫০ কোটি টাকা ঋণ দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ ওঠে ছন্দার বিরুদ্ধে। তার পরিপ্রেক্ষিতে সিবিআই তাঁর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র ও প্রতারণার অভিযোগ এনেছে। এমন অভিযোগও উঠেছে যে, ছন্দা কোচারের স্বামী এবং তাঁর পরিবারের সদস্যরা এর জেরে লাভবান হয়েছেন। 


সংশ্লিষ্ট মামলায় অভিযোগ করা হয়েছে, ভিডিওকনের প্রাক্তন চেয়ারম্যান বেণুগোপাল ধুত ছন্দা কোচারের স্বামীর প্রতিষ্ঠা করা একটি সংস্থায় কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন। সংশ্লিষ্ট বেসরকারি ব্যাঙ্ক ভিডিওকন গ্রুপকে ঋণ দেওয়ার পরই এই ডিলে সিলমোহর পড়ে বলে অভিযোগ। এই লোনে সেই কমিটি ছাড়পত্র দেয় যেখানে ছন্দা কোচার স্বয়ং একজন সদস্য ছিলেন। এমনই দাবি করছে সিবিআই। এজেন্সির দাবি, এক্ষেত্রে ছন্দা কোচার নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন। 


প্রসঙ্গত, তিন দশক ধরে এই বেসরকারি ব্যাঙ্কে কাজ করেছেন ছন্দা কোচার। ধীরে ধীরে নিজের যোগ্যতা প্রমাণ করে শিখরে উঠেছেন। অন্যতম প্রভাবশালী মহিলা ব্যাঙ্কার তিনি। অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ছন্দা। এই মর্মে একটি বিবৃতিও জারি করেন। 


এর আগে ছন্দা কোচার ও তাঁর পরিবারের আনুমানিক ৭৮ কোটি (বুক ভ্যালু) টাকা অর্থমূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এটা অস্থায়ী পদক্ষেপ। আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ছন্দার বাজেয়াপ্ত সম্পত্তির তালিকায় ছিল- তাঁর মুম্বইয়ের একটি ফ্ল্যাট ও তাঁর স্বামী দীপকের কোম্পানির কিছু সম্পত্তি।