SEBI Rule: বাজার নিয়ন্ত্রক সেবি এবার ফিউচারস অ্যান্ড অপশনসের বিনিয়োগকারীদের জন্য নিয়মে বদল আনতে চলেছে। সেবি (F&O Trading) জানিয়েছে এবার থেকে বেশি ঝুঁকির ফিউচারস ও অপশনসের জন্য নতুন ফ্রেমওয়ার্ক আনতে চলেছে। ফিউচারস ও অপশনসে (Futures and Options) কনট্রাক্ট সাইজ এবার থেকে ৫-১০ লাখ টাকা থেকে বেড়ে ১৫ লাখ টাকা করা হল এবং একটি এক্সচেঞ্জে (SEBI Rule) একটিই মাত্র সাপ্তাহিক এক্সপায়ারি থাকবে।


২০ নভেম্বর থেকে বদলে যাবে নিয়ম


ইকুইটি ইনডেক্স ডেরিভেটিভ ফ্রেমওয়ার্কে সেবি নতুন নিয়ম আনতে চলেছে। আগামী ২০ নভেম্বর ২০২৪ থেকেই এই নতুন নিয়ম কার্যকর হবে বলে জানা গিয়েছে। সেবি মোট ৬টি নতুন নিয়ম চালু করেছে ফিউচারস ও অপশনসের জন্য। সেবি জানিয়েছে অপশন ক্রেতার থেকে আপফ্রন্টে এবার থেকে অপশন প্রিমিয়াম নেওয়া হবে। আগামী ১ ফেব্রুয়ারি ২০২৫ থেকে এই নিয়ম চালু হবে। আর ১ এপ্রিল ২০২৫ থেকে পজিশন লিমিটেও নজরদারি চালু হবে।


এক সপ্তাহে একটাই সূচকে ডেরিভেটিভ কন্ট্রাক্ট নেওয়া যাবে


সাধারণত দেখা গিয়েছে যে এক্সপায়ারির দিন যত কাছে আসে, তত ভলিউম বাড়তে থাকে। আর কয়েক মিনিটের হোল্ডিং পিরিয়ডের ক্ষেত্রে সারা দিনে বেশ কিছু উত্থান পতন চলে সূচকে। ফলে সামান্য সময়ের জন্যও অনে বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন বিনিয়োগকারীরা। তাই সেবি জানিয়েছে বিনিয়োগকারীদের সুরক্ষা এবং বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে এই নিয়ম প্রবর্তন করছে তারা। এতে পুঁজি কোনওভাবে বাড়বে না বিনিয়োগকারী। এছাড়াও সেবি জানিয়েছে সমস্ত এক্সচেঞ্জ এবার থেকে এক সপ্তাহে একটিই সূচকে কন্ট্রাক্ট দেবে বিনিয়োগকারীকে।


ফিউচারস অপশনসে প্রচুর ক্ষতি হচ্ছে বিনিয়োগকারীদের


সম্প্রতি সেবির একটি প্রতিবেদন প্রকাশ্যে এসেছে যেখানে দেশের ১.১৩ কোটি বিনিয়োগকারী এই ফিউচারস অপশনসে ট্রেডিং করছেন। এমনকী এই ডেরিভেটিভ সেগমেন্টে ১.৮১ লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে তাদের। ২০২৩-২৪ অর্থবর্ষে ৭৫ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বিনিয়োগকারীদের। সেবি তার এই প্রতিবেদনে জানিয়েছে মোট ট্রেডারদের মধ্যে ১ কোটি 'লস-মেকিং ট্রেডার' আছেন যারা শেষ তিন বছরে ২ লক্ষ টাকা খুইয়েছেন। মাত্র ৭.২ শতাংশ ট্রেডারই গত অর্থবর্ষে মুনাফা করেছেন।  


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Stock Market Holiday: গাঁধী জয়ন্তী উপলক্ষে বুধে বন্ধ শেয়ার বাজার ? কবে হবে বিশেষ সেশন