Gautam Adani Bribery Case: মার্কিন আইনজীবীদের অভিযোগ সরকারি আধিকারিকদের ২৬৫ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২২৫০ কোটি টাকা ঘুষ দিয়ে সৌরবিদ্যুৎ শক্তি উৎপাদনের প্রকল্পের বরাত পেতে চেয়েছিলেন গৌতম আদানি (Gautam Adani)। এবার মার্কিন মুলুক থেকে এই অভিযোগ এবারে এসে পৌঁছেছে সুপ্রিম কোর্টে। ভারতের বেশ কিছু আধিকারিকদের (Adani Bribery Case) পক্ষ থেকেও এবার নতুন একটি অভিযোগ দায়ের হয়েছে শীর্ষ আদালতে।


সুপ্রিম কোর্টে দায়ের করা এই অভিযোগে বলা হয়েছে আদপেই আদানি গ্রুপের বিরুদ্ধে উঠে আসা অভিযোগ এবং SEC-এর নির্দেশ গ্রুপের দ্বারা কৃত সমস্ত বেআইনি কাজের গোপন রহস্য উন্মোচন করেছে। আইনজীবী বিশাল তিওয়ারি এই অভিযোগনামা দায়ের করেছেন শীর্ষ আদালতে। হিন্ডেনবার্গের প্রতিবেদন প্রকাশের পরেও আদানির বিরুদ্ধে যে তদন্ত শুরু হয়েছিল, সেখানে আদানির বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ (Adani Bribery Case) জমা পড়েছিল তাঁর মধ্যে অভিযোগকারী হিসেবে শীর্ষস্থানে ছিলেন এই বিশাল তিওয়ারি। তিনি শীর্ষ আদালতের কাছে দাবি জানিয়েছেন যে আদানির বিরুদ্ধে উঠে আসা অভিযোগ খুবই গম্ভীর এবং এই বিষয়ে ভারতীয় আধিকারিকদের তদন্ত করা দরকার কারণ এর সঙ্গে দেশের মানুষের আগ্রহ ও কৌতুহল জড়িয়ে আছে।


এই নতুন অভিযোগে দাবি করা হয়েছে যাতে সেবি এই আদানি কাণ্ডের তদন্ত করে। শীর্ষ আদালতের তদন্তের পরে কী কী তথ্য জানা গিয়েছে তা প্রকাশ করা হয়নি। আর এই কারণেই বাজার নিয়ন্ত্রক সেবির উপর থেকে মানুষ আস্থা হারাবেন।


হিন্ডেনবার্গ রিপোর্টকে ঘিরেও তদন্ত করেছিল সেবি


২০২৩ সালের মার্চ মাসে হিন্ডেনবার্গের প্রতিবেদনকে ঘিরে শীর্ষ আদালতে মামলা দায়ের হয়েছিল এবং সেই মামলায় আভ্যন্তরীণ তদন্ত করেছিল সেবি। সেবারে অভিযোগ উঠেছিল যে স্টকের দাম প্রভাবিত করে বাড়ানোর চেষ্টা করেছেন গৌতম আদানি, কিছু লেনদেনের প্রমাণ দেখাতে পারেননি আদানি এবং সিকিউরিটিজ আইন ভঙ্গের অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। এই নতুন অভিযোগে সেবির সেই তদন্তের পূর্ণ প্রতিবেদন প্রকাশের দাবি জানানো হয়েছে সাধারণ মানুষের আস্থা বজায় রাখার জন্য।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন; Gold Price: ৭ দিনে কয়েক হাজার টাকা বেড়ে গেল সোনার দাম, এখন কিনলে কত দামে পাবেন ?