Adani Green Stock: পুনর্নবীকরণ শক্তি খাতে (Renewable Energy) আদানি গ্রুপের (Adani Group) জন্য ভাল খবর। আদানি গ্রিনে (Adani Green Stock) ওয়ারেন্টের মাধ্যমে বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ করবে প্রোমোটাররা। খোদ এই খবর জানিয়েছে, আদানি গ্রিন এনার্জি লিমিটেড-এর বোর্ড অফ ডিরেক্টরস।
কত কোটি টাকা বিনিয়োগ করবে প্রোমোটাররা
আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ও তাঁর পরিবার 2030 সালের মধ্যে 45 গিগাওয়াট লক্ষ্যমাত্রা অর্জন করতে গ্রুপের গ্রিন এনার্জি খাতে 9,350 কোটি টাকা বিনিয়োগ করবে। কোম্পানি ফাইলিংয়ে জানানো হয়েছে এই খবর। আদানি গ্রিন এনার্জি লিমিটেড (AGEL) এর বোর্ড মঙ্গলবার প্রোমোটার গ্রুপ কোম্পানি, আরডর ইনভেস্টমেন্ট হোল্ডিং লিমিটেড এবং আদানি প্রোপার্টিজ প্রাইভেট লিমিটেডের প্রতি 1,480.75 টাকায় 6.31 কোটি ওয়ারেন্ট জারি করার পরিকল্পনা অনুমোদন করেছে।
কত কোটি টাকা বিনিয়োগ করবে প্রোমোটাররা
AGEL-এর তরফে জানানো হয়েছে,সব মিলিয়ে ৯৩৫০ কোটি টাকা বিনিয়োগ করবেন প্রোমোটাররা। তবে ওয়ারেন্টের মাধ্যমে এই শেয়ার ইস্যু করা হবে । ইতিমধ্যেই সেবির ICDR নিয়ম মেনে প্রোমোটারদের বিনিয়োগের জন্য প্রতি শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে। প্রতি শেয়ারের দাম রাখা হয়েছে ১৪৮০.৭৫ টাকা।
ফাইলিংয়ে কী জানিয়েছে কোম্পানি
একটি ফাইলিংয়ে সংস্থা জানিয়েছে, 9,350 কোটি টাকার বিনিয়োগ AGEL-এ মূলধন ব্যয়ের জন্য ব্যবহার করা হবে। বিনিয়োগটি প্রোমোটার গ্রুপ ফার্মগুলিকে কোম্পানিতে 3.833 শতাংশ ইক্যুইটি শেয়ার দেবে। কোম্পানির আগামী বছরে 1.2 বিলিয়ন ডলার মূল্যের বন্ডের মেয়াদ আছে। যা ইতিমধ্যেই শোধ করার রূপরেখা তৈরি করেছে কোম্পানি ৷
কেন এই সিদ্ধান্ত
হঠাৎ করে এই নতুন বিনিয়োগের সিদ্ধান্তের পিছনেও ব্যবসায়িক কৌশল রয়েছে আদানি গ্রুপের। জানুয়ারিতে হিন্ডেনবার্গ রিসার্চের কর্পোরেট জালিয়াতির অভিযোগে বড় ক্ষতি হয়েছিল কোম্পানির। সেই সময় এই অভিযোগ অস্বীকার করলেও, আদানি গ্রুপের কোম্পানিগুলি 50 বিলিয়নের বেশি ডলার লোকসান করে। সেই ক্ষতি একেক করে এখন মিটিয়ে ফেলছে কোম্পানি।
আদানি গ্রিনে বড় লক্ষ্যমাত্রা
এই গ্রিন এনার্জি ডেভেলপারের ইতিমধ্যেই 19.8 গিগাওয়াটের পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট (পিপিএ) টাই-আপ রয়েছে (20.6 গিগাওয়াট ধারণ ক্ষমতার মধ্যে, বাকি 800 মেগাওয়াট )। এই নতুন সিদ্ধান্তের ফলে বড় লক্ষ্যমাত্রা সহজেই পূরণ হওয়ার আশা দেখছে কোম্পানি। অতীতে ২০৩০ সালের মধ্যে পুনর্নবীকরণ শক্তি খাতে ৪৫ গিগাওয়াট শক্তি উৎপন্ন করার লক্ষ্য়মাত্রা নিয়েছিল আদানি গ্রিন এনার্জি। যার মধ্যে ২০.৬ ওয়াটের শক্তি 'লকড ইন ক্যাপাসিটি'রয়েছে কোম্পানির কাছে। ৯৩৫০ কোটি টাকা বিনিয়োগ হলে এই লক্ষ্য় আরও সহজেই পূরণ হবে।
আজ বোর্ড কী অনুমোদন করেছে
2030 সালের মধ্যে 45 গিগাওয়াট (GW) গ্রিন এনার্জি ক্ষমতার লক্ষ্যমাত্রার নিয়ে এগোচ্ছে কোম্পানি। সেই কারণে আজ আদানি গ্রিনের বোর্ড আদানি পরিবারকে শেয়ার প্রতি 1,480.75 টাকা মূল্যে 9,350 কোটি টাকা ওয়ারেন্ট জারি করে বিনিয়োগের অগ্রাধিকার দিয়েছে। এর আগে AGEL ভারতের বৃহত্তম সোলার পার্ক, গুজরাটের খাভদাতে 2,167 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য আটটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ব্যাঙ্কের দ্বারা $1.36 বিলিয়ন নির্মাণ সুবিধা ঘোষণা করেছিল।
এই নতুন সিদ্ধান্ত প্রসঙ্গে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বলছেন, " আগামী দিনে ভারত পুনর্নবীকরণ শক্তিতে বিশ্বে নেতৃত্ব দেব। সেই ক্ষেত্রে আদানি গ্রিন এনার্জি এই বিপ্লবের পথে সবার আগে থাকবে।"
Multibagger Stock: এক বছরের মধ্যে টাকা দ্বিগুণ , টাটার এই শেয়ার দিয়েছে মাল্টিব্যাগার রিটার্ন