হাওড়া : আবার শিরোনামে রেল। আবারও বড় অভিযোগ রেলের বিরুদ্ধে। গত সপ্তাহের ফাঁসিদেওয়া রেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১০ জন। আহত বহু। রেলের দিকে চরম গা-ফিলতির অভিযোগ উঠেছে। এই ইস্যু নিয়ে সদ্য শপথ নেওয়া সরকারকে তীব্র নিশানা করেছে বিরোধীরা। এরই মধ্যে আবার বড় অভিযোগ রেলকে কেন্দ্র করে। 


এবার হাওড়াগামী দুন এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ উঠল। বিহারের ওপর দিয়ে আসার সময় এস ৯ সংরক্ষিত কামরায় উঠে পড়ে ২ অজ্ঞাত পরিচয় ব্যক্তি, অভিযোগ যাত্রীদের। জোর করে এই ২ ব্যক্তি সিটে বসার চেষ্টা করে। তাতে যাত্রীরা আপত্তি করতেই শুরু হয় বচসা। এখানেই শেষ নয়। এরপর ট্রেন পরের স্টেশনে পৌঁছতেই আরও বেশ কয়েকজন এস ৯ সংরক্ষিত কামরায় উঠে পড়ে। তারা সোজা এসে চড়াও হয় যাত্রীদের উপর। একাধিক যাত্রীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে কী করছিল আরপিএফ , উঠছে প্রশ্ন। 


যাত্রীদের অনেকের , তাঁদের প্রাণে মারার হুমকি দেওয়া হয়। প্রথম দুজনের হঠাৎ করে এসে রিজার্ভ বার্থে বসে পড়ার প্রতিবাদ জানাতে যাত্রীদের বলা হয় , তাদের দেখে নেওয়া হবে। তারা সেই অনুসারেই পরিকল্পনা করে সম্ভবত। পরের স্টেশনে ট্রেন দাঁড়াতেই আরও এক দল লোক উঠে পড়ে। অভিযোগ, তাদের হাতে ছিল অস্ত্র।  যাত্রীদের দাবি, তাদের হাতে ছিল আগ্নেয়াস্ত্র, সাইকেলের
চেন ও  হকি স্টিক। কারো হাতে ছিল ছুরি, কারও হাতে ছিল লাঠি। তারা যাত্রীদের মারধর করতে থাকে।  


অভিযোগ ওই কামরায় শিশুও ছিল। আক্রান্ত যাত্রীদের দাবি, দুষ্কৃতী দৌরাত্ম্য থেকে রেহাই পায়নি শিশুরাও। অভিযোগ, রেলের কাছে অভিযোগ জানিয়েও কোনও সাহায্য মেলেনি।   অবাধ ভাঙচুর চলতে থাকে। সেই আক্রমণের আতঙ্ক কাটাতে পারছেন না যাত্রীরা। সংরক্ষিত কামরাতেই যদি এই অবস্থা হয়, তাহলে রেলযাত্রীদের নিরাপত্তা কোথায়, প্রশ্ন তুলছেন যাত্রীরা। 


বিহারের কুদরা স্টেশেন রেল পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত যাত্রীরা। মঙ্গলবার হাওড়ায় পৌঁছেও রেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছেন তাঁরা।           


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: প্রথম দিনেই ৬৮ হাজার আবেদন! কেমন কাজ করল কলেজে ভর্তির পোর্টাল?