Bank Of Baroda: অস্বস্তির মাঝে স্বস্তির খবর। আদানি গ্রুপের ওপর ভরসা রাখল এই ভারতীয় ব্যাঙ্ক। সংস্থার প্রধান জানিয়ে দিলেন,আগামী দিনে আদানিদের আরও বড় ঋণ দিতে প্রস্তুত তাদের ব্যাঙ্ক। 


Adani Group Update: আদানিতে আস্থা রাখল এই ব্যাঙ্ক
আমেরিকার কোম্পানি হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের জেরে তলানিতে এসে দাঁড়িয়েছে আদানি গ্রুপের শেয়ার। রাতারাতি বিশ্বের তিন নম্বর ধনী ব্যক্তির থেকে ২০-র দিকে চলে এসেছে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির নাম। কোম্পানির হিসেবে কারচুপির অভিযোগ ওঠায় এই পরিস্থিতি তৈরি হয়েছে আদানি গ্রুপে। যার জেরে কোম্পানির সঙ্গে চুক্তি ভেঙেছে অনেকেই।


যদিও অন্যরা আস্থা না রাখলেও আদানি গ্রুপকে এই পরিস্থিতিতেও ঋণ দিতে রাজি হল ব্যাঙ্ক অফ বরোদা (Bank Of Baroda)। দেশ ও বিশ্বের ধনীদের তালিকায় স্থান পাওয়া গৌতম আদানির গ্রুপকে ঋণ দেওয়ার দরজা খুলে দিল দেশের অন্যতম বড় ব্যাঙ্ক।


Bank Of Baroda: অতিরিক্ত ঋণ দিতে প্রস্তুত ব্যাঙ্ক
এই বিষয়ে ব্যাঙ্ক অফ বরোদার সিইও ও এমডি সঞ্জীব চাড্ডা জানান, যে তিনি ভবিষ্যতেও আদানি গ্রুপকে ঋণ দেবেন। চাড্ডা জানান, আদানি গ্রুপের ঋণ প্রস্তাব ভবিষ্যতেও গ্রহণ করা হবে। বিশ্বের বৃহত্তম বস্তি পুনর্নির্মাণের জন্য আদানি গ্রুপের সামাজিক প্রকল্পের পাশাপাশি, বাকি প্রস্তাবগুলির জন্য অতিরিক্ত ঋণ দেওয়ার জন্য ব্যাঙ্কও সবুজ সঙ্কেত দিয়েছে।


ধারাভি প্রকল্পের জন্য ঋণ দরকার
গত বছর ২০২২ সালে আদানি গ্রুপ মুম্বাইয়ের ধারাভি, দেশ ও বিশ্বের বৃহত্তম বস্তি প্রকল্পের জন্য ৫০৭০ কোটি টাকা বিড করেছিল। যার জন্য ব্যাঙ্ক অফ বরোদা ঋণ বাড়ানোর অনুমোদন দিয়েছে। যদিও সঞ্জীব চাড্ডা আদানি গ্রুপের শেয়ারের বিশাল উত্থান-পতন নিয়ে কিছু বলেননি।


বড় স্বস্তি পেল আদানি গ্রুপ
আদানি গ্রুপ ৫০০ মিলিয়ন ডলারের ব্রিজ জোন ডিউ চালাচ্ছে। কিছু ব্যাঙ্ক ইতিমধ্য়েই আদানিদের থেকে মুখ ফরিয়ে নিয়েছে।  হিন্ডেনবার্গ আদানি গ্রুপের বিরুদ্ধে অনেক অভিযোগ করেছে বলেই ব্যাঙ্কগুলি আদানিদের ঋণ দিতে চাইছে না। এই পরিস্থিতিতে ব্যাঙ্ক অফ বরোদার কাছ থেকে বড়সড় স্বস্তি পেল আদানি গোষ্ঠী। চাড্ডা জানিয়েছেন, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) এর কাঠামো অনুসারে এই ঋণ দেবে তারা। মনে রাখবেন, আদানি গ্রুপে প্রায় ২৭,০০০ কোটি টাকার বিনিয়োগ রয়েছে SBI-এর। 


SBI Alert: সাবধান ! স্টেট ব্যাঙ্কের নামে আসছে এই বার্তা, গুরুত্ব দিলেই ফাঁকা হবে অ্যাকাউন্ট