State Bank Of India: স্টেট ব্যাঙ্কের নামে প্রতারণার নতুন ফাঁদ পেতেছে জালিয়াতরা। প্যান কার্ড আপডেটের অছিলায় আপনার গোপন ব্যাঙ্ক সংক্রান্ত নথি হাতাতে চাইছে ঠগরা। কোনওভাবে প্রতারকদের ফাঁদে পা দিলেই ফাঁকা হবে অ্যাকাউন্ট। 


SBI Alert: প্যান কার্ডের নামে চলছে এই প্রতারণাচক্র
পরিবর্তনশীল সময়ের সঙ্গে সঙ্গে গ্রাহকদের সচেতনার পাঠ দেয় স্টেট ব্যাঙ্ক। পাশাপাশি ব্যাঙ্কের অ্যাকাউন্টহোল্ডারদের বিভিন্ন সুবিধা দিয়ে থাকে কর্তৃপক্ষ। এতে SBI-এর Yono মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ (SBI YONO Mobile Banking App) ব্যবহার গত কয়েক বছরে দ্রুত বেড়েছে। আজকাল গ্রাহকরা ব্যাঙ্কের শাখায় না গিয়ে ঘরে বসে মোবাইল অ্যাপের টাকার লেনদেন করছেন। এই পরিস্থিতিতে Yono অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গেলে সমস্যা বাড়বে গ্রাহকদের।


Cyber Crime: সামাজিক মাধ্যমে ঘুরছে খবর 
গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে একটি খবর ক্রমশ ভাইরাল হচ্ছে, যাতে দাবি করা হয়েছে, SBI অ্যাকাউন্টহোল্ডারদের প্যান কার্ড আপডেট নিয়ে একটি বার্তা পাঠাচ্ছে। যেখানে বলা হচ্ছে, Yono অ্যাকাউন্টে গ্রাহকরা প্যান নম্বর আপডেট না করলে Yono অ্যাকাউন্টটি বন্ধ করা হবে। এই দাবি সামাজিক মাধ্যমে খুব দ্রুত ভাইরাল হচ্ছে। এর সঙ্গে একটি লিঙ্কও পাঠানো হচ্ছে,যাতে বলা হয়েছে এতে ক্লিক করে আপনি কয়েক মিনিটের মধ্যে আপনার প্যান কার্ড আপডেট করতে পারেন। 


PIB Fact Check: কী বলছে প্রেস ইনফরমেশন ব্যুরো ?
আপনিও যদি এই বার্তাটি পেয়ে থাকেন, তাহলে এই ভাইরাল দাবির সত্যতা জেনে নিন। পিআইবি জানিয়েছে, এই দাবি পুরোপুরি ভুয়ো। অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই সম্পর্কে তথ্য দিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো। 


SBI Alert: কী বলছে স্টেট ব্যাঙ্ক ? 
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে, ব্যাঙ্কের ব্যবহারকারীদের Yono অ্যাকাউন্ট আপডেট করার কোনও লিঙ্ক পাঠায়নি তারা।কেউ এমন বার্তা বা ইমেল পাঠায়, তবে সেই লিঙ্কে ক্লিক করবেন না। এইভাবে লিঙ্কে ক্লিক করে তথ্য শেয়ার করলে আপনি সাইবার জালিয়াতির শিকার হতে পারেন।


Cyber Crime: কীভাবে সাইবার প্রতারকদের থেকে নিরাপদ থাকবেন ?
এসবিআই সময়ে সময়ে গ্রাহকদের সতর্ক করেস্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সতর্কতা তাদের গ্রাহকদের সাইবার অপরাধ সম্পর্কে তথ্য দিয়ে সময়ে সময়ে অবহিত করে থাকে।


ব্যাঙ্কের মতে, যদি কোনও ব্যক্তি আপনাকে কল করে বা মেসেজ করে ও আপনার ব্যক্তিগত বিবরণ যেমন মোবাইল নম্বর, আধার নম্বর, প্যান কার্ড নম্বর, ক্রেডিট/ডেবিট কার্ড নম্বর ইত্যাদি জানতে চায়, তাহলে এই বিবরণগুলি তার সঙ্গে শেয়ার করবেন না। এর সঙ্গে কোনও ধরনের OTP বলবেন না। এতে আপনি সাইবার প্রতারকদের থেকে নিরাপদ থাকবেন।


EPFO: পিএফ অ্যাকাউন্টে টাকা জমা করেনি কোম্পানি? আপনার রয়েছে এই অধিকার