Paytm Clarification: আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির সঙ্গে পেটিএমের প্রতিষ্ঠাতা ও সিইও বিজয় শেখর শর্মার মধ্যে পেটিএমের স্টেক বিক্রি বিষয়ে কোনওরকম কথাবার্তা হয়নি। এমনই দাবি জানাল পেটিএম, সম্প্রতি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (Paytm Stake Selling) কাছে এই জবানবন্দি দিয়েছে সংস্থা। ফলে সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া খবর যে আসলে ভুয়ো তা প্রমাণ করে দিল পেটিএমের এই জবানবন্দি। কিছুদিন আগেই সংবাদসূত্রে জানা গিয়েছিল যে গৌতম আদানি এবার ফিনটেক সেক্টরে ঢুকতে চাইছেন এবং সেই কারণে পেটিমের প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মার সঙ্গে তিনি নাকি কথা বলেছেন।


পেটিএম স্পষ্ট করে দেয় ভুয়ো খবর


আজ বুধবার ২৯ মে সকালেই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের কাছে একটি জবানবন্দি দেয় পেটিএম (Paytm Stake Selling)। বুধবার সকালেই বাজার খোলার আগে এই কথা জানায় পেটিএম। এমনকী পেটিএম স্পষ্ট জানায় যে, বাজারে ছড়িয়ে পড়া খবর আসলে স্পেকুলেশন। অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে পেটিএম জানায় যে-


'আমরা স্পষ্ট করে জানাতে চাই যে, উপরিলিখিত খবর আসলেই একটি গুজব এবং পেটিএম এই বিষয়ে কারো সাথে আলোচনা করছে না। আমরা সবসময়ই সেবির (Paytm Stake Selling) নিয়মবিধি অনুযায়ী আমাদের বাধ্যবাধকতা মেনে কাজ করার চেষ্টা করে চলি এবং ভবিষ্যতেও এই নিয়ম মেনে চলব আমরা। ২০১৫ সালের Listing Obligations and Disclosure Requirements আইন অনুসারে আমরা কাজ করে চলব।' পেটিএম এই একই বয়ান লিখিতভাবেও রেকর্ড রাখার জন্য ন্যাশনাল স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে।


গৌতম আদানি এবার ফিনটেক ক্ষেত্রেও পা রাখবে


এর আগে সংবাদসূত্রে জানা গিয়েছিল যে, গৌতম আদানি এবার ফিনটেক (Paytm Stake Selling) ক্ষেত্রে পা রাখতে চলেছে। গত মঙ্গলবার নাকি বিজয় শেখর শর্মা এবং গৌতম আদানি আমেদাবাদে দেখা করে পেটিএমে স্টেক কেনা নিয়ে আলোচনা করেছেন। আর ফিনটেক সেক্টরে প্রবেশ করার জন্য গৌতম আদানি পেটিএমে স্টেক কিনতে চাইছেন বলেও অনেক সংবাদমাধ্যমে দাবি করা হয়।


বিমার ব্যবসা বন্ধ করেছে পেটিএম


সম্প্রতি পেটিএম সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, পেটিএম জেনারেল ইনসিওরেন্সের ব্যবসা বন্ধ করে দেবে। এমনকী বিমা নিয়ন্ত্রক সংস্থা IRDAI-কেও এই কথা জানিয়েছে তারা। বাজারে বিমার পণ্য নিয়ে আসতে চায় না পেটিএম। পেটিএমের মূল সংস্থা ওয়ান ৯৭ কমিউনিকেশন পেটিএমের জেনারেল ইনসিওরেন্স ব্যবসাতে ৯৫০ কোটি টাকা বিনিয়োগ করতে চাইছিল, কিন্তু এই ব্যবসা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের কারণে সংস্থার এই টাকা আর খরচ হবে না।


আরও পড়ুন: Petrol Diesel Price: ফের দাম বাড়তে পারে পেট্রোল-ডিজেলের ? আজ কলকাতায় কত যাচ্ছে লিটার