কলকাতা: মুক্তি পেল এই বছরের 'তুফানি' গান। দুর্দান্ত নাচের গানে ঝড় তুললেন বাংলাদেশের তারকা অভিনেতা শাকিব খান (Shakib Khan) ও কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। প্রকাশ্যে এল 'তুফান' (Toofan) ছবির গান 'লাগে উরা ধুরা' (Laage Ura Dhura)। নজর কাড়ল মিউজিক ভিডিও।
মুক্তি পেল 'লাগে উরা ধুরা'
বিনোদন দুনিয়ায় ২৫ বছর পূর্ণ করলেন বাংলাদেশের তারকা অভিনেতা শাকিব খান। আর এই বিশেষ দিনকে আরও রঙিন করে তুলতে এদিনই প্রকাশ্যে আনা হল তাঁর আগামী ছবি 'তুফান'-এর গান 'লাগে উরা ধুরা'। এই গানে কণ্ঠ দিয়েছেন তারকা শিল্পী প্রীতম হাসান (Pritom Hasan) ও দেবশ্রী অন্তরা (Debosrie Antara)। শাকিব খানের সঙ্গে তাল মিলিয়ে নাচ করতে দেখা গেল টলিউডের তারকা অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। নজর কাড়ল শাকিব-মিমি জুটির রসায়নও। বিশেষ আকর্ষণ গানের শেষে প্রীতম হাসান ও ছবির পরিচালক রাইহান রাফির দেখা মেলা। বহু প্রতীক্ষিত এই ছবি তৈরি হচ্ছে আলফা আই, চর্কি ও এসভিএফের সহ প্রযোজনায়।
ঝলমলে সেট, দুর্দান্ত পোশাক, মন মাতানো মিউজিক, 'লাগে উরা ধুরা' গানটি যে কোনও পার্টিতে এবার মাস্ট। এমন গান যা শুনেই নেচে উঠবে মন। শাকিব খান, মিমি চক্রবর্তী ও প্রীতম হাসান একসঙ্গে রীতিমতো আগুন ধরায় পর্দায়। সেই সঙ্গে রসায়নও দারুণ। এই গানের টিজার দেখেই প্রতীক্ষার প্রহর গুনছিলেন অনুরাগীরা। এবার সেই গান মুক্তি পেতে ভালবাসার বন্যা। কমেন্টবক্স ভরল ভালবাসা ও শুভেচ্ছাবার্তায়।
এই গানে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান, বাংলাদেশের জনপ্রিয় গায়ক যাঁকে 'কোক স্টুডিও বাংলাদেশ'-এও একাধিক গান কম্পোজ করতে ও গাইতে দেখা গেছে। এখানে নারী কণ্ঠে শোনা গেছে দেবশ্রী অন্তরাকে। শুধু গাওয়াই নয়, পর্দায় উপস্থিত থেকেও একাধিক নবপ্রজন্মের অনুরাগীর মন জয় করেছেন প্রীতম। কিছুদিন আগেই এই ছবির কাস্টে যোগদান করেন চঞ্চল চৌধুরী। নিজের চরিত্র সম্পর্কে তিনি বলেন, 'আমি 'তুফান' ছবিতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করব। রাইহান রফি একজন প্রতিভাবান পরিচালক, এবং শাকিবের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কও অত্যন্ত ভাল। ওঁদের সঙ্গে কাজ করার উত্তেজনা আলাদা, বিশেষ যখন এসভিএফ বাংলাদেশ, আলফা - আই, চরকির মতো তিনটি বড় প্রযোজনা সংস্থা এই প্রজেক্টের প্রযোজনা করছে। আমি নিশ্চিত এর ফলস্বরূপ আমরা স্মরণীয় কিছুই পাব।' ইদে মুক্তি পাবে এই ছবি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।