GNCAP Safety Ratings: মান রাখল মহিন্দ্রা স্করপিও এন। আশা অনুযায়ী গ্লোবাল সেফটি এনক্যাপে ৫ স্টার সুরক্ষা রেটিং পেল এই গাড়ি। যদিও যাত্রী সুরক্ষায় খুব খারাপ রেটিং পেল মারুতির তিন গাড়ি। যা হতাশ করেছে মারুতির গুণগ্রাহীদের।
Car Safety: কোন কোন গাড়ি যোগ দিয়েছিল পরীক্ষায় ?গাড়ির এই নিরাপত্তা পরীক্ষার সংস্থা গ্লোবাল NCAP #SaferCarsForIndia একটি প্রচারা অভিযানের আওতায় দেশে সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়িগুলির ক্র্যাশ পরীক্ষার দ্বিতীয় রিপোর্ট প্রকাশ করেছে৷ এতে, গ্লোবাল NCAP ভারতের চারটি বেশ চাহিদার সম্পন্ন গাড়ির ক্র্যাশ টেস্ট করেছে। যার মধ্যে ছিল Mahindra Scorpio-N, Maruti Suzuki S-Presso, Swift ও Ignis।
Scorpio N 5 স্টার রেটিং পায়Mahindra Scorpio-N গ্লোবাল NCAP ক্র্যাশ পরীক্ষায় প্রাপ্তবয়স্কদের সুরক্ষার জন্য পূর্ণ ৫ স্টার ও শিশুদের সুরক্ষার জন্য ৩ স্টার পেয়েছে। এই এসইউভিটি যথাক্রমে ৩৪-এর মধ্যে ২৯.২৫ ও ৪৯-এর মধ্যে ২৮.৯৩ স্কোর করেছে। Scorpio N-এর বডিশেলকে একটি স্থিতিশীল রেটিং দেওয়া হয়েছে। গ্লোবাল NCAP-এর ক্র্যাশ পরীক্ষার ফলাফল অনুসারে Scorpio-N দেশের অন্যতম নিরাপদ গাড়ি।
Maruti Cars Safety: মারুতির গাড়ি ভাল পারফর্ম করেনিমারুতি সুজুকির তিনটি গাড়ি সুইফ্ট, এস-প্রেসো ও ইগনিস গ্লোবাল NCAP ক্র্যাশ টেস্টের নতুন সংস্করণে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেখানে সব শিশুর নিরাপত্তার জন্য কেবল ১ স্টার রেটিং পেয়েছে গাড়িগুলি। সুইফ্ট শিশু সুরক্ষার জন্য ১ স্টার পেয়েছে। যেখানে S-Presso ও Ignis একই কাজের জন্য শূন্য পেয়েছে। এই তিনটি মারুতি গাড়ির বডিশেলগুলিকে 'আনস্টেবল' রেটিং দিয়েছে GNCAP। যা সামনের লোড সহ্য করতে সক্ষম নয়।
নতুন মান অনুযায়ী পরীক্ষা করা হয়েছে গাড়িগুলিMahindra Scorpio-N Maruti Suzuki S-Presso, Swift, Ignis, Volkswagen Tigun ও Skoda Kushaq-এর সঙ্গে পরীক্ষা করা হয়েছে এই গাড়িগুলি। যা গ্লোবাল NCAP আপডেট প্রোটোকলের অধীনে ফ্রন্টাল ও সাইড ইমপ্যাক্ট নিরাপত্তা, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল , পথচারীদের নিরাপত্তা পরীক্ষা করেছে। এখই সঙ্গে গাড়িগুলিরসাইড ইমপ্যাক্টও দেখে নেওয়া হয়েছে। সব গুণগত ও নিরাপত্তার মান দেখার পরই এই রেটিং দেওয়া হয়েছে গাড়িগুলিকে। মনে রাখবেন, এই সুরক্ষা রেটিংয়ে দারুণ ফল করেছে ফক্সওয়াগনের গাড়িগুলি।
আরও পড়ুন : Train Running Status: কত দূরে দাঁড়িয়ে ট্রেন, বলে দেবে গুগল ম্যাপস, দেখে নিন এভাবে