GNCAP Safety Ratings: মান রাখল মহিন্দ্রা স্করপিও এন। আশা অনুযায়ী গ্লোবাল সেফটি এনক্যাপে ৫ স্টার সুরক্ষা রেটিং পেল এই গাড়ি। যদিও যাত্রী সুরক্ষায় খুব খারাপ রেটিং পেল মারুতির তিন গাড়ি। যা হতাশ করেছে মারুতির গুণগ্রাহীদের।  


Car Safety: কোন কোন গাড়ি যোগ দিয়েছিল পরীক্ষায় ?
গাড়ির এই নিরাপত্তা পরীক্ষার সংস্থা গ্লোবাল NCAP #SaferCarsForIndia একটি প্রচারা অভিযানের আওতায় দেশে সবচেয়ে বেশি বিক্রি হওয়া গাড়িগুলির ক্র্যাশ পরীক্ষার দ্বিতীয় রিপোর্ট প্রকাশ করেছে৷ এতে, গ্লোবাল NCAP ভারতের চারটি বেশ চাহিদার সম্পন্ন গাড়ির ক্র্যাশ টেস্ট করেছে। যার মধ্যে ছিল  Mahindra Scorpio-N, Maruti Suzuki S-Presso, Swift ও Ignis।


Scorpio N 5 স্টার রেটিং পায়
Mahindra Scorpio-N গ্লোবাল NCAP ক্র্যাশ পরীক্ষায় প্রাপ্তবয়স্কদের সুরক্ষার জন্য পূর্ণ ৫ স্টার ও শিশুদের সুরক্ষার জন্য ৩ স্টার পেয়েছে। এই এসইউভিটি যথাক্রমে ৩৪-এর মধ্যে ২৯.২৫ ও ৪৯-এর মধ্যে ২৮.৯৩ স্কোর করেছে। Scorpio N-এর বডিশেলকে একটি স্থিতিশীল রেটিং দেওয়া হয়েছে। গ্লোবাল NCAP-এর ক্র্যাশ পরীক্ষার ফলাফল অনুসারে Scorpio-N দেশের অন্যতম নিরাপদ গাড়ি।



Maruti Cars Safety: মারুতির গাড়ি ভাল পারফর্ম করেনি
মারুতি সুজুকির তিনটি গাড়ি সুইফ্ট, এস-প্রেসো ও ইগনিস গ্লোবাল NCAP ক্র্যাশ টেস্টের নতুন সংস্করণে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেখানে সব শিশুর নিরাপত্তার জন্য কেবল  ১ স্টার রেটিং পেয়েছে গাড়িগুলি। সুইফ্ট শিশু সুরক্ষার জন্য ১ স্টার পেয়েছে। যেখানে S-Presso ও Ignis একই কাজের জন্য শূন্য পেয়েছে। এই তিনটি মারুতি গাড়ির বডিশেলগুলিকে 'আনস্টেবল' রেটিং দিয়েছে GNCAP। যা সামনের লোড সহ্য করতে সক্ষম নয়।


নতুন মান অনুযায়ী পরীক্ষা করা হয়েছে গাড়িগুলি
Mahindra Scorpio-N Maruti Suzuki S-Presso, Swift, Ignis, Volkswagen Tigun ও Skoda Kushaq-এর সঙ্গে পরীক্ষা করা হয়েছে এই গাড়িগুলি। যা গ্লোবাল NCAP আপডেট প্রোটোকলের অধীনে ফ্রন্টাল ও সাইড ইমপ্যাক্ট নিরাপত্তা, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল , পথচারীদের নিরাপত্তা পরীক্ষা করেছে। এখই সঙ্গে গাড়িগুলিরসাইড ইমপ্যাক্টও দেখে নেওয়া হয়েছে। সব গুণগত ও নিরাপত্তার মান দেখার পরই এই রেটিং দেওয়া হয়েছে গাড়িগুলিকে। মনে রাখবেন, এই সুরক্ষা রেটিংয়ে দারুণ ফল করেছে ফক্সওয়াগনের গাড়িগুলি।


আরও পড়ুন : Train Running Status: কত দূরে দাঁড়িয়ে ট্রেন, বলে দেবে গুগল ম্যাপস, দেখে নিন এভাবে