কলকাতা: পৌষ মাসে সোনার দামে কিছুটা হেরফের হলেও মাঘ মাসের শুরুতে কি বাড়ল না কমল সোনা, রুপোর দাম? বিয়ের মাসে অনেকসময়ই দামের কম বেশি ঘটে। আজ কত দাম সোনার-রুপোর? 

সোনার দাম প্রতিদিনই ওঠানামা করে। কখনও বাড়ে, কখনও কমে। শুল্ক, করের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে সোনার দামে অদল-বদল হয়ে থাকে। আবার একেকটি রাজ্যে একেক রকম সোনার দাম চলে। ফলে সোনা কিনতে হলে সেদিনের সোনার দাম দেখে নিয়ে কিনতে হবে, সোনা বিক্রির ক্ষেত্রেও সেদিনের যা দর চলছে সেই অনুযায়ী সোনার দাম পাওয়া যাবে। সংস্থা অনুযায়ীও এই দামে প্রভেদ দেখা যায়। 

আজকের সোনা-রুপোর দর (২০ জানুয়ারি, ২০২৫)

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ৭৯০৮
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৭৫১৫
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ৭১৯৬
১৮ ক্যারেট ১ গ্রাম ৬১৭০
রুপো (৯৯৯) ১ কেজি ৯০,৯৩০

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের  সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।  

সোনার একাধিক শ্রেণিবিভাগ। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের। এই সোনায় গয়না গড়ানো হয় না সাধারণত। বার ও কয়েন হয়ে থাকে।  সাধারণত ২২ ক্যারেটের সোনাই গয়নার সোনা । যত খাদ মেশানো হয় সোনায় তত ক্যারেট কমবে। এর পরে ১৮ ও ১৪ ক্যারেটের সোনাও হয়। হিরে বা পাথর সেটিংয়ের গয়নায় ব্যবহার হয় এগুলি। এছাড়া বাজারে এসেছে পকেন্টফ্রেন্ডলি সোনার হালকা গয়না । সেগুলি কম ক্যারাটের সোনা দিয়ে তৈরি হয়।  

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) 

(*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।)                                    

মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। )