নয়াদিল্লি : সাত পাকে বাঁধা পড়লেন জ্যাভলিন চ্যাম্পিয়ন নীরজ চোপড়া। হিমানী মোরের সঙ্গে বিয়ে সেরেছেন তিনি। ফ্যানদের অবাক করে দিয়ে সোশাল মিডিয়ায় একথা শেয়ার করেছেন নীরজ। ব্যক্তিগত সেই অনুষ্ঠানের বহু ছবি শেয়ার করেছেন তিনি। কাছের ৪০-৫০ জন অতিথির উপস্থিতিতে হিমাচলে বিয়ে সারেন নীরজ ও হিমানী। পরে সোশাল মিডিয়া পোস্টের ক্যাপশনে নীরজ লেখেন, "প্রতিটি আশীর্বাদের জন্য কৃতজ্ঞ যা আমাদের এই মুহুর্তে একসঙ্গে নিয়ে এসেছে। ভালোবাসার সুতোয় গেঁথে চিরজীবনের সফর।" এর পাশাপাশি জীবনে নতুন অধ্যায় শুরু করে সমর্থকদের সমর্থন এবং আশীর্বাদ চেয়েছেন দুইবারের অলিম্পিক্স পদকজয়ী। 


টোকিওতে প্রথম ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসাবে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতে ইতিহাস গড়েছিলেন নীরজ চোপড়া। গত বছরে প্যারিসে চোট আঘাতে জর্জরিত নীরজ সোনা না জিতলেও রুপো পান। তাঁর অনুরাগীর সংখ্যা স্বাভাবিকভাবেই প্রচুর। সেই নীরজই একেবারে চুপিসারে দিন দু'য়েক আগে বিয়ে সেরে ফেলেন হিমানী মোরের সঙ্গে। রবিবারই অবশ্য তিনি নিজের সোশ্য়াল মিডিয়ায় তাঁদের বিয়ের ছবিগুলি শেয়ার করেন। এই ছবিতেই নীরজ তাঁর স্ত্রীয়ের নামও সকলকে জানান। নাম হিমানী মোর।


 






কে এই হিমানী মোর ?


নীরজের স্ত্রী হিমানী, বয়স ২৫ বছর। তিনি একজন টেনিস খেলোয়াড়। সোনিপতের বাসিন্দা। সোনিপতের লিটিল অ্যাঞ্জেলস স্কুল থেকে পড়াশোনা করেছেন। চন্দ রামের কন্যা, এই মুহূর্তে নিউ হ্যাম্পশায়ারের ফ্র্যাঙ্কলিন পিয়ার্স বিশ্ববিদ্যালয় থেকে স্পোর্টস ম্যানেজমেন্টে মাস্টার ডিগ্রি করছেন হিমানী। দিল্লির মিরান্ডা হাউসের প্রাক্তনী। সেখানে তিনি রাষ্ট্রবিজ্ঞান এবং শারীরিক শিক্ষা নিয়ে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছেন। তাঁর ভাই হিমাংশুও টেনিস খেলোয়াড়। 


দিল্লি বিশ্ববিদ্যালয়ের হয়ে জাতীয় স্তরে প্রতিযোগিতার পর ২০১৭ সালে তাইপেইয়ে আয়োজিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে যোগ দিয়েছিলেন হিমানী। তাঁর স্কুল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০১৬ সালে মালয়েশিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতেছিলেন তিনি। All India Tennis Association ওয়েবসাইট অনুযায়ী, হিমানীর কেরিয়ার বেস্ট জাতীয় ব়্যাঙ্ক ৪২ (সিঙ্গলে) এবং ২০১৮ সালে ডবলসে তাঁর ব়্যাঙ্ক দাঁড়ায় ২৭-এ। ২০১৮ সাল থেকে AITA ইভেন্টে খেলা শুরু করেন তিনি।