Gold Investment: সম্বৎ ২০৮০ স্টক মার্কেটের জন্য দারুণ সময়। এই সময়ের মধ্যে বিনিয়োগকারীদের সম্পদ ১২৮ লক্ষ কোটি থেকে পৌঁছে গিয়েছে ৪৫৩ লক্ষ কোটি টাকায়। সম্বৎ ২০৮০-তে সোনা ও রুপোর দামেও (Gold Investment) দারুণ বৃদ্ধি দেখা গিয়েছে। এই সময়ের মধ্যে সোনার দাম (Gold Price) বেড়েছে ৩২ শতাংশ এবং রুপোর দাম বেড়েছে ৩৯ শতাংশ। ফলে সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে এটি একটি দারুণ সময় ছিল। আর সেই কারণে ঘরোয়া খুচরো বিনিয়োগকারীরা ৪.০৭ লক্ষ কোটি টাকা অর্জন করেছেন বাজার থেকে।


বাজার বিশেষজ্ঞরা কী বলছেন ?


বাজার বিশেষজ্ঞদের মতে, নিফটি ৫০ সূচকে ২৫ শতাংশ রিটার্ন এসেছে এই বছর এবং নিফটি ৫০০ সূচকে এসেছে ৩০ শতাংশ রিটার্ন, তাও সম্বৎ ২০৮০-তে। অক্টোবর মাসে যদিও স্টক মার্কেট ৬.২ শতাংশ পড়ে গিয়েছে, ৫৪ মাসের মধ্যে এটাই প্রথম যে বাজার ৫ শতাংশের বেশি পতন দেখেছে।  ফলে বাজার নিয়ে দুশ্চিন্তা বাড়ছে বিনিয়োগকারীদের মধ্যে।


ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে বিনিয়োগকারীর সংখ্যা বেড়ে হয়েছে ২০ কোটি


ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই সম্বৎ ২০৮০-তেই বিনিয়োগকারীর সংখ্যা হয়েছে ২০ কোটি। ৩৩৬টি কোম্পানি এই সময়ের মধ্যে তাদের শেয়ার তালিকাভুক্ত করেছে বাজারে এবং এদের মধ্যে ২৪৮টি কোম্পানিই রয়েছে এসএমই সেগমেন্টে।


বাজারের তথ্য অনুসারে, ১০০টিরও বেশি সংস্থার আইপিও এই বছর ৫০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে। ১৬৩টিরও বেশি সংখ্যক আইপিও ইস্যু প্রাইসের থেকে উপরে ট্রেড করেছে। মিউচুয়াল ফান্ড সেক্টরের মোট সম্পদের পরিমাণ হয়েছে ৬৮ লক্ষ কোটি টাকা। আর এর মধ্যে SIP বিনিয়োগের অঙ্ক হয়ে দাঁড়িয়েছে ২৫ হাজার কোটি টাকা।


সম্বৎ ২০৮০-তে সোনার উপর কাস্টম ডিউটি কমে গিয়েছে ৯ শতাংশ, সোনার দাম মাঝে বেশ কিছুটা কমে গিয়েছিল। কিন্তু আবার বেড়েছে সোনার দাম। তাই সোনাতে এই সময়ের মধ্যে ৩২ শতাংশ রিটার্ন এসেছে। সম্বৎ ২০৬৭ থেকে এখনও পর্যন্ত এটাই সবথেকে বেশি মুনাফা হয়েছে। গোল্ড ইটিএফে রিটার্ন এসেছে ৩০ শতাংশ, সিলভার ইটিএফে রিটার্ন এসেছে ২৮ শতাংশ।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়।কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Petrol Price: ভাইফোঁটার দিনে গাড়ি-বাইকে তেল ভরাতে কত খরচ ? কত সস্তা হল পেট্রোল ডিজেল ?