Gold Silver Price:  আজ সকালেই সোনার দাম হু হু করে কমে গিয়েছিল। স্বস্তি পেয়েছিলেন গ্রাহকরা। কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হল না। বুধের বাজারে সকালে দাম কমলেও, বিকেলে ফের দাম বেড়ে যায় সোনার। গতকালের দামকে আবার ছুঁয়ে ফেলে সোনা। এখন বুধের সন্ধেয় সোনা কিনতে গেলে কি আপনার খরচ বাড়বে ? দেখে নিন কী বলছে রেটচার্ট।

যে কোনও অনুষ্ঠানে উপহার হোক বা পছন্দের বিনিয়োগ। সোনাই (Gold Price) বেশিরভাগের প্রথম পছন্দ। দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রুপোর দর। প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু বুঝবেন কীভাবে আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম কত চলছে? দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে? দাম ঠিক না ভুল? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়। প্রতিদিন সোনা-রুপোর (Silver Price in Kolkata) দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা।

আজকে সোনার দর কত (২৬ জুন, ২০২৪) ? 

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)  ১ গ্রাম ৭১৩২
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৬৮১১
২২ ক্যারেট (বেচতে গেলে)  ১ গ্রাম ৬৪৯০
১৮ ক্যারেট  ১ গ্রাম ৫৫৯৯

 

রুপো (৯৯৯) ১ কেজি ৮৭,৩৪০

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

আজ বুধবার সোনার (Gold Rate Today) দাম কত? গ্রাম প্রতি সোনার দাম আজ অনেকটা কমে গিয়েছে, তবে সকালের থেকে বিকেলে দাম ফের বেড়ে যায়। এখন ২৪ ক্যারাট সোনার দাম এখন ৭১৩২ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম ফের বেড়ে হয়েছে ৬৮১১ টাকা। আজ সোনা (Gold Price Today) বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার (Gold Rate Today) জন্য দাম পাবেন ৬৪৯০ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম আজ হয়েছে ৫৫৯৯ টাকা। বুধবার রুপোর দাম প্রতি কেজিতে ৮৭ হাজার ৩৪০ টাকা, আজ বিকেলে আবার বেড়ে যায় রুপোর দাম।           

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Stock Market Closing: রিলায়েন্স, ভারতী এয়ারটেলে দুরন্ত গতি, রেকর্ড উচ্চতায় বন্ধ বুধের বাজার- কোন স্টকে নজর ?