Gold Price: সোনার দাম আজ বিকেলে আবার বদলে গেল। সকালে বাংলায় সোনার দাম (Gold Rate Today) গতকালের থেকে বেড়েছিল। তাঁর থেকেও দাম অনেকটা বেড়ে গেল আজ বিকেলে। মঙ্গলবার ১৩ অগাস্ট একইদিনে দু'বার বদলে গেল সোনার দাম (Gold Price)। এখন কিনতে গেলে খরচ বেশি হবে ? দেখে নিন নতুন রেটচার্ট। 

আজকে সোনার দর কত ? (১৩ অগাস্ট, ২০২৪)

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)  ১ গ্রাম ৭০৩৮
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৬৬৮৬
২২ ক্যারেট (বেচতে গেলে)  ১ গ্রাম ৬৪০৫
১৮ ক্যারেট  ১ গ্রাম ৫৪৯০

 

রুপো (৯৯৯) ১ কেজি ৮১,০৮৬

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

যেকোনও অনুষ্ঠানে উপহার হোক বা পছন্দের বিনিয়োগ। সোনাই (Gold Price) বেশিরভাগের প্রথম পছন্দ। দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রুপোর দর। প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু প্রতিদিনের দর জানতে ক্লিক করুন এবিপি লাইভে। 

সোনার দাম ফের বাড়ল আজ

আজ মঙ্গলবার সোনার (Gold Rate Today) দাম গ্রাম প্রতি ফের বেড়ে গিয়েছে গতকালের থেকেও। আজ সকালের থেকেও বিকেলে সোনার দাম বেড়ে গিয়েছে। এখন ১৩ অগাস্ট ২৪ ক্যারাট সোনার দাম বেশ কিছুটা বেড়ে হয়েছে  ৭০৩৮ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গয়নার সোনার দাম বেড়ে হয়েছে ৬৬৮৬ টাকা। আজ সোনা (Gold Price Today) বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার (Gold Rate Today) জন্য দাম পাবেন ৬৪০৫ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম আজ হয়েছে ৫৪৯০ টাকা। মঙ্গলবারের বাজারে রুপোর দাম প্রতি কেজিতে ৮১ হাজার ৮৬ টাকা। আজ অনেকটাই দাম বেড়েছে রুপোর।

সোনার বিশুদ্ধতা কীসের ওপর নির্ভর করে
সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

আরও পড়ুন: Ola Electric: লিস্টিংয়ের পর থেকেই লম্বা দৌড়, ৩ দিনে ৫০ শতাংশ মুনাফা এই শেয়ারে