Share Market: বাজারে তালিকাভুক্ত হওয়ার পর দ্বিতীয় সেশনের মধ্যেই এই স্টক থেকে ৪৪ শতাংশ মুনাফা পেয়েছেন বিনিয়োগকারীরা। গতকাল এই স্টকের (Ola Electric) দাম ২০ শতাংশ বেড়ে আপার সার্কিটে ছিল। আজও বাজার খোলার পর থেকেই হু হু করে বেড়েছে শেয়ারের দাম। আজ ফের ১৮ শতাংশ লাফ দিয়েছে ওলা ইলেকট্রিকের (Ola Electric Share Price) শেয়ারের দাম। গতকাল বাজার পড়লেও এই ওলা ইলেকট্রিকের শেয়ারে গতি দেখা গিয়েছিল। আজও সেই গতি অব্যাহত রয়েছে। ফলে আজকের বাজার মিলিয়ে এখনও পর্যন্ত ৫০ শতাংশ রিটার্ন এসেছে ওলা ইলেকট্রিকের শেয়ারে।


২ দিনে ৪৪ শতাংশ রিটার্ন এই স্টকে


ওলা ইলেকট্রিক তাঁর আইপিও বাজারে এনেছিল ৭৬ টাকার প্রাইসব্যান্ডে। গত সপ্তাহে বাজারে নেতিবাচক মনোভাবের কারণে সূচকে পতন এসেছিল, তাই আইপিওতে সেভাবে মুনাফা হয়নি ওলা ইলেকট্রিকের। ৯ অগাস্ট লিস্টিং হয় ওলা ইলেকট্রিকের আইপিওর। তবে আইপিওর দাম বাড়েনি লিস্টিংয়ের সময়। ৭৬ টাকাতেই তালিকাভুক্ত হয়েছে এই সংস্থার শেয়ার। তবে লিস্টিংয়ের পর থেকে বিনিয়োগকারীদের ভিড় লেগেছে এই আইপিওতে। লিস্টিংয়ের পরেই এই স্টকের দাম ২০ শতাংশ লাফ দেয় এবং আপার সার্কিটে থামে। ৯১.২০ টাকায় বন্ধ হয় দাম। দ্বিতীয় দিনেও এই উত্থান জারি থাকে। স্টকের দাম বন্ধ হয় ১০৯.৪৪ টাকায় অর্থাৎ ২ দিনে ওলা ইলেকট্রিকের আইপিওতে বিনিয়োগ করে এসেছে ৪৪ শতাংশ রিটার্ন। ওলা ইলেকট্রিকের বাজার মূলধন এখন দাঁড়িয়ে আছে ৪৮,২৭২ কোটি টাকায়।


কেন এত হু হু করে বাড়ছে স্টকের দাম


জানা গিয়েছে ওলা ইলেকট্রিক এখন তাঁর বৈদ্যুতিন মোটরবাইক নিয়ে আসতে চলেছে বাজারে। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এই সপ্তাহেই চার চারটি বৈদ্যুতিন বাইক বাজারে আনবে ওলা ইলেকট্রিক। বলাই বাহুল্য এটাই হবে দেশের প্রথম বৈদ্যুতিন বাইক।


১৪ অগাস্ট আসবে ত্রৈমাসিকের ফলাফল


ওলা ইলেকট্রিক সংস্থার প্রথম বোর্ড মিটিং বসবে আগামীকাল ১৪ অগাস্ট ২০২৪ তারিখে। এই মিটিংয়েই ২০২৪-২৫ অর্থবর্ষের এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকের ফলাফল জানা যাবে ওলা ইলেকট্রিক সংস্থার। এই ত্রৈমাসিকের ফলাফল নিয়েও বাজারে উত্তেজনা রয়েছে।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)



আরও পড়ুন: Cheque Clearance: আর ২ দিন লাগবে না, কয়েক ঘণ্টাতেই চেক জমা হবে অ্যাকাউন্টে- কী জানাল RBI ?