ভারতে যে কোনও উৎসবে বা শুভ কাজে সোনা কেনা বা উপহার দেওয়ার রীতি রয়েছে। আদরের সন্তান হোক, বা সুসময়, বাঙালির যা কিছু ভাল, তাই সোনা। তাই অনেকে সোনাকে বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখেন। সোনা ঘরে আনা মানে বাঙালির কাছে সোনা কেনা হল সম্পদবৃদ্ধি। সেই ক্ষেত্রে সোনার দাম বাড়লে বিনিয়োগে বেশি (Gold Silver Price) মুনাফা পাওয়া যায়। তবে সোনার গয়না কেনার ক্ষেত্রে কম দামের আশাতেই বসে থাকেন মানুষ। প্রতিদিনই সোনার দান ওঠা-নামা করে। চলুন দেখে নেওয়া যাক, আজ সোনার দাম কত হল।  

আজকের সোনার দাম ( ৯ অগাস্ট, ২০২৫)

 
সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ১০১০০
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৯৫৯৫
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ৯১৯১
১৮ ক্যারেট ১ গ্রাম ৭৮৮০
রুপো (৯৯৯) ১ কেজি ১১৪৮৭৩

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।

সোনা কেনার সময় কী কী বিষয় খেয়াল রাখবেন

সার্টিফায়েড সোনা: শুধুমাত্র ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের পক্ষ থেকে সার্টিফাই করা সোনা কিনুন। বিশুদ্ধতা: সোনার বিশুদ্ধতা সাধারণত ক্যারেটে মাপা হয়। কত ক্যারেটের সোনা কিনছেন, দেখে নিন। প্রতি ক্যারেটের দাম আলাদা।  সোনার দাম: যেদিন সোনা কিনছেন, সেদিন সোনার দাম কত, দেখে নিন। তারপর দোকানের দাম যাচাই করুন। সোনার গয়নার মেকিং চার্জ: গয়না কেনার সময় গয়নার নকশা এবং বেশ কিছু বিষয়ের উপর মেকিং চার্জ নির্ভর করে। ভাল করে বুঝে নিন, মেকিং চার্জ বাবদ আপনাকে কত টাকা দিতে হবে। সোনা বিক্রির নিয়ম বা বাই-ব্যাকের নিয়ম: গয়না কেনার ক্ষেত্রে বাই-ব্যাক পলিসি জেনে রাখা জরুরি।  সেলস পার্সনদের থেকে নিশ্চিত হয়ে নিন,  ভবিষ্যতে এই সোনা জুয়েলার্সের কাছে বিক্রি করলে কতটা অর্থ ফেরত পাবেন।       

(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়।কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপস দিই না।)