বিশ্ব জুড়ে মৃত্যুর অন্যতম বড় কারণ হল স্ট্রোক (stroke) । মস্তিষ্কে এই ধাক্কা বলে কয়ে আসে না। এক মুহূর্তে হয়ত ওলটপালট হয়ে যায় অনেক কিছু। তছনছ করে দেয় জীবনের ছন্দ। অনেক ক্ষেত্রেই স্ট্রোকের ধাক্কা মানে মারণ রোগ। ডেকে আনতে পারে পক্ষাঘাতের মতো ঘটনা। তবে কয়েকটি বিষয়, স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়। হালে একটি গবেষণায় উঠে এসেছে এমনই এক বিষয়, যা মহিলাদের কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে।
গবেষণা বলছে যাঁরা কনট্রাসেপটিভ বা গর্ভনিরোধক বড়ি ব্যবহার করেন, তাঁদের মধ্যে স্ট্রোকের ঝুঁকি বেশি। সম্প্রতি ইউরোপিয়ান স্ট্রোক অর্গানাইজেশন কনফারেন্স (ESOC) 2025-এ প্রকাশিত একটি নতুন গবেষণায় মহিলাদের স্ট্রোকের ঝুঁকি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। সেখানেই এই ঝুঁকির বিষয়টি উঠে আসে। গবেষণা বলছে, যেসব তরুণী ওরাল কনট্রাসেপটিভ পিল (COC) ব্যবহার করেন তাদের 'ক্রিপ্টোজেনিক ইস্কেমিক স্ট্রোক' হওয়ার ঝুঁকি তিনগুণ পর্যন্ত বাড়তে পারে।
ক্রিপ্টোজেনিক ইস্কেমিক স্ট্রোক কী?
বেশিরভাগ ক্ষেত্রে, মস্তিষ্কে রক্ত প্রবাহে বাধা সৃ্ষ্টি হলে, রক্ত জমাট বাঁধার ফলে স্ট্রোক হয়। কিন্তু কিছু ক্ষেত্রে, এর কারণ নির্ধারণ করা যায় না। কোনও নির্দিষ্ট কারণ ছাড়া স্ট্রোককে ক্রিপ্টোজেনিক স্ট্রোক বলা হয়। এর কোনও স্পষ্ট কারণ খুঁজে পাওয়া যায় না। তবে তরুণদের মধ্যে প্রায় ৪০% ইস্কেমিক স্ট্রোক এই ধরনের হয়।
কোন বয়সের মহিলারা ঝুঁকিতে?
এই গবেষণা অনুসারে, ১৮ থেকে ৪৯ বছর বয়সী ২৬৮ জন মহিলাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল স্যাম্পল হিসেবে। এঁদের কখনও না কখনও ক্রিপ্টোজেনিক ইস্কেমিক স্ট্রোক হয়েছিল। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মহিলাদের গর্ভনিরোধক পিল খাওয়ার অভ্যেস ছিল। গবেষকরা স্ট্রোকের কারণ হিসেবে প্রথম থেকে বেশি নজরে রেখেছিলেন বয়স, উচ্চ রক্তচাপ, ধূমপান, মাইগ্রেন এবং স্থূলতার মতো প্যারামিটারের দিকে। তবে এসবের মধ্যেই গর্ভনিরোধকের বিষয়টি নজর কাড়ে। দেখা যায় , যাঁরা Combined Oral Contraceptive খান, তাঁদের স্ট্রোকের ঝুঁকি তিনগুণ বেশি ।
মহিলাদের কী করা উচিত?
গবেষণাদলের চিকিৎসকদের মতে, যাঁরা উচ্চ রক্তচাপ, মাইগ্রেন বা অন্য কোনও রোগে আক্রান্ত, তাঁদের Combined Oral Contraceptives খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। এবার Combined Oral Contraceptives মহিলাদের ক্ষেত্রে খুব প্রয়োজনীয় ওষুধ। তবে এগুলি ব্যবহারের সঙ্গে জড়িত ঝুঁকিগুলি উপেক্ষা করা উচিত নয়।