Gold Rate Today:  সোনার দাম গতকাল সপ্তাহের শুরুতে খানিক কমেছিল সোনার দাম। স্বস্তি পেয়েছিলেন গ্রাহকরা। তবে আজ মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় দিনে ফের লাফ দিয়েছে সোনার দাম। বঙ্গে আজ সোনা (Gold Rate Today) কিনতে অনেকটাই বেশি খরচ হবে। গত সপ্তাহের শেষে রুপোর দাম ১ লক্ষ টাকা ছুঁয়েছিল, আজও দাম ১ লক্ষের সীমার উপরেই রয়েছে। গতকালের থেকে ২৪ ক্যারাট, ২২ ক্যারাট সোনার দাম অনেকটাই বেড়েছে আজ। কত খরচ হবে দেখে নিন এক নজরে। 

যে কোনও অনুষ্ঠানে উপহার হোক বা পছন্দের বিনিয়োগ। সোনাই (Gold Rate Today) বেশিরভাগের প্রথম পছন্দ। দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রুপোর দর। প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু প্রতিদিনের দর জানতে ক্লিক করুন এবিপি লাইভে। 

আজকের সোনার দাম (১৮ মার্চ ২০২৫)                  

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ৮৮০৬
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৮৩৬৫
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ৮০১৩
১৮ ক্যারেট ১ গ্রাম ৬৮৭০
রুপো (৯৯৯) ১ কেজি ১,০০,৮৮৩

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে। 

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।   

সোনা ভারতে বলুন বা বাংলায় একটি অত্যন্ত শুভ ধাতু বলেই মনে করা হয়। যে কোনও অনুষ্ঠানে বা শুভ কাজে সোনা উপহার দেওয়ার চল রয়েছে। আবার অনেকে সোনাকে বিনিয়োগের মাধ্যম হিসেবেও মনে করেন। ফলে সোনার দাম বাড়লে বিনিয়োগে বেশি মুনাফা আসলেও সোনার গয়না কেনার পক্ষে খরচ অনেকখানি বেড়ে যায়। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের, যদিও এই সোনায় গয়না গড়া হয় না। সঞ্চয়ের জন্য যাঁরা সোনার বার বা কয়েন কেনেন, তাঁরাই পাকা সোনা কেনেন। 

(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। )

আরও পড়ুন: Cyber Scam: ভুয়ো সংস্থার সঙ্গে লেনদেনে খোয়া গেল ৫৫ লক্ষ ! সাইবার জালিয়াতির ফাঁদে এবার এই সরকারি সংস্থা