Gold Price: সোমবার বেশ স্বস্তি গ্রাহকদের। গত সপ্তাহে শনিবারের (Gold Rate Today) থেকেও আজ খানিক দাম কমে গিয়েছে সোনার। দাম বাড়ার যে ধারা চলছিল তাতে খানিক ছেদ পড়ল এবার। গত সপ্তাহে দাম বেড়েছিল, এবার শুরু দাম কমার পালা। সোনার দাম কি এবার কমবে ? আজ কিনলে কত সস্তায় পাবেন সোনা ? দেখে নিন রেটচার্টে। 

সোমবারের বাজারে কী বদল সোনার দামে

আজ সোমবার দাম কত হল সোনার (Gold Rate Today)? শনিবারের তুলনায় ২৪ ক্যারাট সোনার দাম বেড়ে গিয়েছে। গ্রাম প্রতি সোনার দাম এখন হয়েছে ৭১১৯ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম কমে হয়েছে ৬৮৭৭ টাকা। আজ সোনা বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার (Gold Rate Today) জন্য দাম পাবেন ৬৪৭৮ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম আজ হয়েছে ৫৬৬৭ টাকা। আজ আবার কমে গিয়েছে রুপোর দাম। সোমবার সপ্তাহের প্রথম দিনে রুপোর দাম প্রতি কেজিতে ৮৯ হাজার ৪৮৫ টাকা। 

আজকের সোনার দর (৩ জুন, ২০২৪):

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)  ১ গ্রাম ৭১১৯
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৬৮৭৭
২২ ক্যারেট (বেচতে গেলে)  ১ গ্রাম ৬৪৭৮
১৮ ক্যারেট  ১ গ্রাম ৫৬৬৭

 

রুপো (৯৯৯) ১ কেজি ৮৯,৪৮৫

সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

সোনার দামে হেরফের

সোনার দামও পেট্রোল ডিজেলের দামের মত প্রতিদিনই ওঠানামা করে। সোমবার গ্রাম প্রতি ৩০ টাকা বেড়েছিল ২৪ ক্যারাট সোনার (Gold Rate Today) দাম। আর বুধবার সেই দাম খানিকটা কমে। বৃহস্পতিবারও দাম কমেছে ১৪ টাকা। দাম কমার ধারা বজায় ছিল এতদিন। সেই ধারা বাজারে আবার ফিরে এসেছে। গত সপ্তাহের সোমবার এসে আরও বেড়েছিল সোনার (Gold Rate Today) দাম। কিন্তু আজ সোমবার বেশ কিছুটা কমে গিয়েছে দাম। কিনতে গেলে কম খরচ হবে সোনার দামে। 

আরও পড়ুন: Adani Share Price: আপনার পোর্টফোলিওতে এই শেয়ারগুলি রয়েছে? তাহলে আজ টাকার বৃষ্টি!