কলকাতা: সোমবার বাজার খুলতেই রকেটের গতিতে উত্থান রয়েছে শেয়ার বাজারে। বেশ কিছু শেয়ারের উত্থানের জন্যই সব মিলিয়ে ভারতীয় শেয়ার বাজারের (NSE) সূচকে ঊর্ধ্বগতি দেখা গিয়েছে মর্নিং ট্রেডে (Morning Trade) 


এদিন এখনও পর্যন্ত যে যে সংস্থার শেয়ারের (Stock market) দরে লাফ দেখা গিয়েছে। তাদের মধ্যে প্রথমেই রয়েছে আদানি গ্রুপের শেয়ারগুলি। সকালে বাজার খুলতেই আদানি গ্রুপের শেয়ারগুলি অন্তত ১০ শতাংশ (NIFTY 50) বেড়েছে। Top Gainers-এর মধ্যে পড়েছে সেগুলি (BSE SENSEX)।


Adani Ports (ASPEZ) -এর শেয়ার (Share) বেড়েছে ১০ শতাংশের মতো। দাম ঘোরাফেরা করছে ১৫৮২.৭০ এর আশেপাশে


Adani Power -এর শেয়ার বেড়েছে ১৪.১৬ শতাংশের মতো। দাম ঘোরাফেরা করছে ৮৬২ টাকার আশেপাশে


Adani Ports (ASPEZ) -এর শেয়ার বেড়েছে ১০ শতাংশের মতো। দাম ঘোরাফেরা করছে ১৫৮২.৭০ এর আশেপাশে


Adani Total Gas -এর শেয়ার বেড়েছে ৬.৪৩ শতাংশের মতো। দাম ঘোরাফেরা করছে ১১০৬.১০ টাকার আশেপাশে


Adani Enterprise-এর শেয়ার বেড়েছে ৬.৫৯ শতাংশের মতো। দাম ঘোরাফেরা করছে ৩৬৩৬.৩০ টাকার আশেপাশে


Adani Energy Solutions-এর শেয়ার বেড়েছে ৭.৭৪ শতাংশের মতো। দাম ঘোরাফেরা করছে ১২১০.০০ টাকার আশেপাশে। এটি ১০ শতাংশ পর্যন্ত বেড়েছিল।


Adani Green Energy-এর শেয়ার বেড়েছে ৩.৭৫ শতাংশের মতো। দাম ঘোরাফেরা করছে ১৯৭৮.৫০ টাকার আশেপাশে। এটি ৮ শতাংশ পর্যন্ত বেড়েছিল।


গত সপ্তাহেই আদানি পোর্টস ৩০ বছরের একটি চুক্তি সই করেছে তানজানিয়া পোর্ট অথরিটির সঙ্গে। দার-এস-সালামে কন্টেনার টার্মিনালের ব্য়বস্থাপনার দায়িত্ব নিয়েছে সংস্থাটি। বেশ দীর্ঘদিন ধরেই আদানি গ্রুপের সংস্থাগুলির শেয়ারের দর উপরে উঠেছে, মোটের উপর এই শেয়ারগুলি ভাল বৃদ্ধিও দেখিয়েছে। 


অর্থবর্ষ-২০২৪ এর Adani-র সংস্থাগুলি EBITDA বৃদ্ধিতে রেকর্ড দেখিয়েছে। তার বাজারের মোট অর্থমূল্য পৌঁছেছে ৮২৯১৭ কোটি টাকা।- যা আদানি পোর্টফোলিওর ইতিহাসে সর্বোচ্চ।


শনিবার রাতে লোকসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষা প্রকাশ করেছে একাধিক সংস্থা। প্রথম সারির সব সংস্থা সমীক্ষাতেই ইঙ্গিত পাওয়া গিয়েছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে পারে বিজেপি। তারপরেই সোমবার বাজার খোলার মুহূর্ত থেকে ভারতীয় শেয়ার বাজারে (Stock market) লাফ দেখা গিয়েছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: লাফ সেনসেক্সে, ঊর্ধ্বগতি নিফটিতেও! আজ কোন কোন স্টকে রকেটগতি?