Gold Rate on 16 August: সোনার দামে বড় বদল। আজ শুক্রবার ১৬ অগাস্ট সোনার দাম সকালে গতকালের থেকে সস্তা হলেও ফের সন্ধ্যায় সেই সোনার দাম (Gold Price Today) বেড়ে যায়। আবারও দাম বাড়ার ধারা শুরু হল সোনার। আজ সোনা (Gold Rate) কিনলে কত খরচ হবে আপনার ? কাল কি দাম পড়বে ? সেই অপেক্ষা করবেন ? তাঁর আগে একবার দেখে নিন রেটচার্ট।
আজকে সোনার দর কত ? (১৬ অগাস্ট, ২০২৪)
সোনা | ওজন | দাম (টাকায়) |
২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৭০৫৫ |
২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৬৭০২ |
২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৬৪২০ |
১৮ ক্যারেট | ১ গ্রাম | ৫৫০৩ |
রুপো (৯৯৯) | ১ কেজি | ৮১,৯৪৭ |
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
যেকোনও অনুষ্ঠানে উপহার হোক বা পছন্দের বিনিয়োগ। সোনাই (Gold Price) বেশিরভাগের প্রথম পছন্দ। দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রুপোর দর। প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু প্রতিদিনের দর জানতে ক্লিক করুন এবিপি লাইভে।
সোনার দাম বদলে গেল
আজ শুক্রবার সোনার (Gold Rate Today) দাম গ্রাম প্রতি কমে গিয়েছিল বুধবারের থেকে। তবে সকালে কমলেও সেই দাম আজ সন্ধ্যায় আবার বেড়ে যায়। আজ ১৬ অগাস্ট সন্ধ্যায় ২৪ ক্যারাট সোনার দাম আরও কিছুটা বেড়ে হয়েছে ৭০৫৫ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গয়নার সোনার দাম বেড়ে হয়েছে ৬৭০২ টাকা। আজ সোনা (Gold Price Today) বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার (Gold Rate Today) জন্য দাম পাবেন ৬৪২০ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম আজ হয়েছে ৫৫০৩ টাকা। শুক্রবারের বাজারে রুপোর দাম প্রতি কেজিতে ৮১ হাজার ৯৪৭ টাকা। আজ আরও দাম বেড়েছে রুপোর।
সোনার বিশুদ্ধতা কীসের ওপর নির্ভর করে
সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।
তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*
আরও পড়ুন: Fixed Deposit Rates: আরও বাড়ছে ফিক্সড ডিপোজিটের সুদের হার, বিশেষ স্কিম এনেছে এই ব্যাঙ্কগুলি