সুনীত হালদার, হাওড়া: সাম্প্রতিক সময়ে নানা কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছে। দুর্ঘটনা থেকে অব্যবস্থা- একাধিক ট্রেনে একাধিক ঘটনা নিয়ে বারংবার প্রশ্নের মুখে পড়েছে ভারতীয় রেল। এরই মধ্যে হাওড়া বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেসের এসি প্যানেল থেকে বৃষ্টির জল পড়ার অভিযোগ।

  


কী জানা গিয়েছে? 


ট্রেন ছাড়ার পরই আচমকা ট্রেনের মধ্যে জল পড়তে শুরু করে। তার জেরে উলুবেড়িয়া স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় ট্রেনকে। প্রায় দেড় ঘন্টা ট্রেন দাঁড়িয়ে থাকায় চরম সমস্যা পড়েছেন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ হাওড়া ষ্টেশন থেকে ট্রেন ছাড়ার পর থেকেই তিনটি এসি কামরার প্যানেল থেকে জল পড়তে শুরু করে। এরপর যাত্রীদের  ট্রেনের চেন টানার পর উলুবেড়িয়া ষ্টেশনে ট্রেন দাঁড় করিয়ে দেওয়া হয়।                                         


উলুবেড়িয়ায় ঠিক মত রক্ষণাবেক্ষণ না হওয়ার বলে এই পরিস্থিতি। রেল সূত্রের খবর সাঁতরাগাছি থেকে নতুন কামরা নিয়ে আসার পর ট্রেন পুনরায় গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দেবে। 


আরও পড়ুন, 'হাসপাতাল বন্ধ করে রোগীদের অন্যত্র ভর্তির ব্যবস্থা করে দিচ্ছি', আরজি কাণ্ড নিয়ে রাজ্যকে ধমক প্রধান বিচারপতির


এদিকে সংসদে বক্তব্য রাখার সময় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মুখে শোনা গিয়েছিল বুলেট ট্রেন, বন্দে ভারত এবং নরেন্দ্র মোদির উদ্যেগের কথা। তিনি বলেছিলেন, 'বুলেট ট্রেনে যে সব জটিলতা আছে, তার জন্য বুলেট ট্রেনের প্রযুক্তিকে পুরোপুরি ভারতে কীভাবে আত্মস্থ করতে হয়। আমি আজকে আনন্দের সঙ্গে বলতে চাই, সেই ক্রেনের ডিজাইন পুরোটাই ভারতে, আত্মনির্ভর ভারতে হচ্ছে।'  


তিনি আরও বলেন, 'এখন লক্ষ্য হল, পুরো প্রযুক্তিকে বোঝা, আত্মস্থ করা, এবং ভারতের ইঞ্জিনিয়ারদের যে সুনাম, তা মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বন্দে ভারতের মাধ্যমে এক গৌরবান্বিত স্থান দিয়েছেন, আত্মনির্ভর হওয়ার এক মাধ্যম তৈরি করেছেন, সেই ভাবনা থেকে বুলেট ট্রেনের ক্ষেত্রে যাতে পুরো প্রযুক্তিকে বুঝতে পারি, আত্মস্থ করতে পারি, ভারতে তা আরও উন্নত করতে পারি, সেটাই লক্ষ্য থাকবে।'                       


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে