প্রতিদিনই সোনার দাম ওঠা-নামা করে। সারা দেশে একসঙ্গে সোনার দাম বাড়ে বা কমে। তবে রাজ্যভেদে দামের কিছুটা তফাৎ তো হয়ই। হালফিলে সোনার দাম সামান্য বাড়া কমার মধ্যেই আছে। কলকাতার বাজারে আজ সোনা কিনতে কত খরচ হবে ? দেখে নিন নতুন রেটচার্ট।  

Continues below advertisement

আজকের সোনার দাম ( ১০ নভেম্বর ২০২৫)                  

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ১২১৪০
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ১১৫৩৫
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ১১০৪৭
১৮ ক্যারেট ১ গ্রাম ৯৪৭০
রুপো (৯৯৯) ১ কেজি ১৫১২০০

*Above rates are without 3% GST

Continues below advertisement

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।   

যদি আপনি ঘরে বসে আপনার সোনার বিশুদ্ধতা পরীক্ষা করতে চান, তাহলে আপনার মোবাইল ফোনে BIS Care অ্যাপটি ডাউনলোড করতে হবে। তারপর, মোবাইল নম্বর রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন। অ্যাপে আপনার গয়নার উপর ছয়-সংখ্যার HUID নম্বরটি টাইপ করুন। কয়েক সেকেন্ডের মধ্যে, আপনি আপনার গয়নার বিশুদ্ধতা সম্পর্কে জানতে পারবেন । এই সহজ প্রক্রিয়াটি আপনাকে আপনার ঘরে বসেই আপনার সোনা পরীক্ষা করতে সাহায্য করবে। 

হলমার্ক কী এবং কীভাবে পরখ করবেন?

হলমার্ক হল ভারতীয় মান ব্যুরো (BIS) কর্তৃক জারি করা একটি চিহ্ন যা সোনা এবং রূপার মতো মূল্যবান ধাতুর বিশুদ্ধতা এবং গুণমান নির্দেশ করে। হলমার্কিং গ্রাহকদের তাদের সোনার বিশুদ্ধতা নির্ধারণে সহায়তা করে। অতএব, সোনা কেনার আগে হলমার্কটি পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়। যদি আপনি সোনা কেনার পরিকল্পনা করেন, তাহলে আর্থিক ক্ষতি এড়াতে অবশ্যই এর বিশুদ্ধতা পরীক্ষা করে দেখুন।             

বিয়ের মরশুমে সোনার বিক্রি বাড়তে পারে

ভারতে বিয়ের মরশুম শুরু হতে আর মাত্র দিন কয়েকই বাকি।  বাজার বিশেষজ্ঞরা মনে করেন যে এই সময় সোনার কেনাকাটা আরও বাড়তে পারে। যদি আপনি সোনা কেনার পরিকল্পনা করেন, তাহলে আর্থিক ক্ষতি এড়াতে অবশ্যই এর বিশুদ্ধতা পরীক্ষা করে দেখুন।