Gold Price : একদিনে দু-বার বদল হল সোনার দামে (Gold Price Today)। সকালের পর দুপুরে বদলে গেল গোল্ড রেট (Gold Rate)। দুপুর তিনটের পর কমেছে সোনার দাম। এখন রাজ্যে কিনলে কত কমে পাবেন সোনা (Gold Investment) ?

Continues below advertisement

শীতের আবহে বিয়ের মরশুমে ছুট দিতে পারে সোনার দাম। অন্তত তেমনই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। যদিও এরই মধ্যে কমতে দেখা যাচ্ছে গোল্ড রেট। আজ লক্ষ্মীবারে ফের সোনার দামে বদল। কততে পাবেন এখন ?  আজকের সোনার দাম সকালের দাম ( ১৩ নভেম্বর ২০২৫)          

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ১২৬১২
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ১১৫১৫
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ১২০২৫
১৮ ক্যারেট ১ গ্রাম ৯৮৭০
রুপো (৯৯৯) ১ কেজি ১৬৪৪১৭

*Above rates are without 3% GST            

Continues below advertisement

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে। 

আজকের সোনার দাম বিকেলের দাম ( ১৩ নভেম্বর ২০২৫)          

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ১২৬৫৫
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ১১৯৯০
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ১১৪৮৫
১৮ ক্যারেট ১ গ্রাম ৯৮৪৫
রুপো (৯৯৯) ১ কেজি ১৬৫০৯৭

মনে রাখবেন, সোনার বিশুদ্ধতা সাধারণত ক্যারেটে মাপা হয়। কত ক্যারেটের সোনা (Gold Price Today) কিনছেন, দেখে নিন। প্রতি ক্যারেটের দাম আলাদা।  সোনার দাম: যেদিন সোনা কিনছেন, সেদিন সোনার দাম কত, দেখে নিন। তারপর দোকানের দাম যাচাই করুন। গয়না কেনার ক্ষেত্রে বাই-ব্যাক পলিসি জেনে রাখা জরুরি।  সেলস পার্সনদের থেকে নিশ্চিত হয়ে নিন,  ভবিষ্যতে এই সোনা জুয়েলার্সের কাছে বিক্রি করলে কতটা অর্থ ফেরত পাবেন।

সোনার আমদানি মূল্য কমিয়েছে সরকার

বর্তমানে সরকার সোনা ও রূপার মূল আমদানি মূল্য প্রতি ১০ গ্রামে ৪২ ডলার ও রূপার বেস আমদানি মূল্য প্রতি কেজিতে ১০৭ ডলার কমিয়েছে। বিশ্ব বাজারে সোনা ও রূপার দামের চলমান ওঠানামার মধ্যে অভ্যন্তরীণ বাণিজ্যকে উৎসাহিত করতে ও দাম নিয়ন্ত্রণে রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে

আমদানির উপর শুল্ক গণনা করার জন্য বেস প্রাইস ব্যবহার করা হয়। মূল আমদানি মূল্য প্রতি ১৫ দিন অন্তর আপডেট করা হয়। বেস প্রাইস কমানোর মাধ্যমে সরকার আমদানিকারকদের উপর করের বোঝা কমিয়ে দেয়, যা অভ্যন্তরীণ বাজারে দাম স্থিতিশীল করতেও সাহায্য করতে পারে।

ভারত সোনার দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক দেশ

কম বেস প্রাইস সোনা আমদানিকে সস্তা করবে, যা উপভোক্তাদের জন্য ভাল হতে পারে। চিনের পরে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোনা আমদানিকারক। বৃহত্তম রূপা আমদানিকারকদের তালিকায়ও ভারত প্রথম স্থানে রয়েছে।