কলকাতা : সোমবার সপ্তাহের শুরুতেই বদলে গিয়েছে সোনা-রুপোর দাম। দীপাবলির পরই কিছুটা দাম কমেছে (Gold Silver Price) সোনার। সেই ক্ষেত্রে সোমবার রাজ্যে সোনা (Gold Buying Tips) কিছুটা সুবিধাজনক দামে কিনেছেন ক্রেতারা। তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, শীতের বিয়ের মরসুম পড়লে সোনার দাম আকাশ ছুঁতে পারে। বাজার বিশেষজ্ঞদের ধারণা এক লাখ টাকাও ছুঁতে পারে সোনার দাম।
আজকের সোনার দর (৫ নভেম্বর, ২০২৪):
সোনা | ওজন | দাম (টাকায়) |
২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৭৮১৮ |
২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৭৪৩০ |
২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৭১১৪ |
১৮ ক্যারেট | ১ গ্রাম | ৬১০০ |
রুপো (৯৯৯) | ১ কেজি | ৯৪,৯৫৬ |
তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় ।কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন, 'নির্লজ্জ..',বাংলার ফুটবল ইতিহাসে বেনজির ঘটনায় সরব শুভেন্দু
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।