উত্তর ২৪ পরগনা: নৈহাটির তৃণমূল প্রার্থীকে সমর্থনের ঘোষণা ময়দানের ৩ প্রধানের কর্তার, আক্রমণ শুভেন্দু অধিকারীর। নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলে এক্স হ্যান্ডল পোস্ট বিরোধী দলনেতার। হস্তক্ষেপ ও তদন্ত চেয়ে কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে চিঠি। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন, বেনজির ও অনৈতিক সিদ্ধান্ত, পোস্ট বিরোধী দলনেতার । 'নৈহাটির তৃণমূল প্রার্থীর সমর্থনে ক্লাব কর্তাদের নিয়ে নির্লজ্জ প্রচার। প্রচারের অনৈতিক কৌশল, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন, পোস্ট শুভেন্দু অধিকারীর।
মূলত, বিচারের দাবিতে সমর্থকদের একজোট প্রতিবাদ, তৃণমূলপ্রার্থীর সমর্থনে ৩ কর্তা। বাংলার ফুটবল ইতিহাসে বেনজির ঘটনা, শাসকের হয়ে প্রচারে ৩ প্রধানের কর্তা। নৈহাটির তৃণমূল প্রার্থীর সমর্থনে মোহনবাগান-ইস্টবেঙ্গল-মহমেডানের কর্তারা। ময়দানের ৩ প্রধানের সমর্থনের বার্তা পোস্ট করল তৃণমূল কংগ্রেস। তৃণমূল প্রার্থী সনৎ দে-র সমর্থনে রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থার প্রধানও।
প্রসঙ্গত, উপনির্বাচনে রাজ্য়ে আসছে ৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ১৩ নভেম্বর রাজ্যে ৬ টি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। ভোট ঘোষণার দিন, অর্থাৎ ১৫ ই অক্টোবর থেকেই ওই এলাকাগুলিতে চালু হয়ে গিয়েছে নির্বাচনী আচরণবিধি। এই পরিস্থিতিতে এই ৬টি বিধানসভা কেন্দ্রে 'বাংলা আবাস যোজনা'র সমীক্ষা স্থগিত রাখার বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। নির্বাচনী আচরণবিধি চলাকালীন, বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করা যাবে না।
১৩ নভেম্বর ভোট রয়েছে উত্তর ২৪ পরগনার নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, বাঁকুড়ার তালড্যাংরা, আলিপুরদুয়ারের মাদারিহাট এবং কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে। নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, কোচবিহার, আলিপুরদুয়ার, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় শুধুমাত্র ভোটমুখী নির্দিষ্ট বিধানসভা কেন্দ্র নয়, গোটা জেলাতেই স্থগিত থাকবে আবাস যোজনার সার্ভের কাজ।
আরও পড়ুন, মন্নতের বাইরে ৯৫ দিন ধরে অপেক্ষা ! ভক্তের 'মন্নত' পূরণ শাহরুখের
অন্যদিকে, জলপাইগুড়ি জেলার মধ্যে থাকা মাদারিহাট বিধানসভা কেন্দ্রের নির্দিষ্ট অংশ, উত্তর ২৪ পরগনার নৈহাটি বিধানসভা কেন্দ্র, এবং হাড়োয়া বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে শুধুমাত্র বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সুনির্দিষ্ট এলাকার ক্ষেত্রেই একমাত্র জারি থাকবে এই নিয়ম। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে যে বিধানসভা কেন্দ্র বা জেলার কথা উল্লেখ করা হয়েছে, সেগুলি বাদ দিয়ে গোটা রাজ্যেই চলতে পারে আবাস যোজনার সমীক্ষার কাজ। এই মর্মেও বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কমিশনের তরফে।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।