সোনার দাম প্রতিদিনই বাড়ে কমে। ইদানিং সোনার দামে টানা বৃদ্ধিই দেখা গিয়েছে। এর পিছনে দায়ী ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন সরকারের শাটডাউনের মতো কারণ। বিশ্লেষকদের একাংশের ধারণা, সোনা যাঁরা বিনিয়োগ হিসেবে কেনেন, তাঁদের কেনা উচিত দাম যখন কমে, তখন।   ২০২৫ সালে ইতিমধ্যেই এই সোনার দাম প্রায় ৫০ শতাংশ বেড়েছে। ২০২২ সাল থেকে এই বৃদ্ধি দেখা যাচ্ছে। ২০২৫ সালের মধ্যে ১৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে দাম।  বিশেষজ্ঞরা বলছেন , বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিবর্তনের ফলে এবার ধনতেরাসে রেকর্ড মূল্য ছুঁতে পারে সোনা।  আজ সোনার দাম কত হল, তা দেখে নিন। 

আজকের সোনার দাম ( ১৩ অক্টোবর, ২০২৫)                 
সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ১২৩০৬
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ১১৬৯০
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ১১১৯৮
১৮ ক্যারেট ১ গ্রাম  ৯৬০০
রুপো (৯৯৯) ১ কেজি  ১৭৮৪৭৫

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।                                                                                          

সোনা কেনা বা বিক্রির সময় কয়েকটি বিষয় মনে রাখা আবশ্যক:                

সোনার বিশুদ্ধতা: সোনার বিশুদ্ধতা ক্যারেটে প্রকাশ করা হয়। ২৪ ক্যারেট সোনা ৯৯.৯% খাঁটি এবং ২২ ক্যারেট সোনা ৯২% খাঁটি।  ১৪ এবং ১৮ ক্যারেটে যথাক্রমে মাত্র ৫৮.৩৩% এবং ৭৫% খাঁটি সোনা থাকে।                 গয়নায় হলমার্ক:  হলমার্কে জুয়েলারের শনাক্তকরণ চিহ্ন, হলমার্কিংয়ের বছর, ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এর স্ট্যাম্প উল্লেখ থাকে। BIS স্ট্যাম্প হল একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে যে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুসারে তৈরি করা হয়েছে। এর পাশাপাশি, জুয়েলারদের ব্যক্তিগত হলমার্কও থাকে। তাতে  ধাতুর বিশুদ্ধতা এবং তৈরির বছর লেখা থাকে।