এই বছর ২০২৫ সালে সোনা ও রুপোর দামে  বেড়েছে  দ্রুত গতিতে। এই বছর বিনিয়োগকারীদের অনেকেই শেয়ার বাজার থেকে সরে গিয়ে  নিরাপদ বিনিয়োগের দিকে মনোনিবেশ করেছেন।  সারা বছরে প্রায় ১৩৫ শতাংশের বেশি রুপোর দাম বেড়েছে।  সোনার দামও নতুন উচ্চতা ছুঁয়েছে। শুক্রবার সকালের দিকে বাজারে রুপোর দামে সামান্য পতন দেখা গেছে। এবার দেখে নেওয়া যাক কলকাতার বাজারে শুক্রবার ( ১৯ ডিসেম্বর ) সোনা রুপোর দাম কত। (Gold Silver Price Today) 

Continues below advertisement

ভারতে সোনা কেবল বিনিয়োগই নয়, ঐতিহ্য ও সাংস্কৃতিক বিশ্বাসের সঙ্গেও জড়িত। বিয়ে, উৎসব এবং শুভ অনুষ্ঠানে সোনা কেনা শুভ বলে মনে করা হয়। মুদ্রাস্ফীতির সময় বা শেয়ার বাজারে ঝুঁকি থাকে, তখন মানুষ সোনায় বিনিয়োগ করতে পছন্দ করে। এই কারণেই এর চাহিদা ও দাম সবসময় বজায় থাকে। 

শুক্রবার সোনার দাম ( ১৯ ডিসেম্বর, ২০২৫)                  

Continues below advertisement

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ১৩১৭০
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ১২৫১০
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ১১৯৮৪
১৮ ক্যারেট ১ গ্রাম ১০২৭০
রুপো (৯৯৯) ১ কেজি ১৯৯৭১২

বৃহস্পতিবার সোনার দাম ( ১৮ ডিসেম্বর, ২০২৫)                                                

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ১৩২৩৫
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ১২৫৭৫
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ১২০৪৩
১৮ ক্যারেট ১ গ্রাম ১০৩২৫
রুপো (৯৯৯) ১ কেজি ২০২৩৩০

*ওপরের হারগুলি ৩% জিএসটি ছাড়াই দেওয়া হয়েছে।

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।  

সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।