বিয়ের মরশুমের আগে প্রায় সকলেই সোনার গয়না কিনে থাকেন। পুজোর পরই শুরু হয়ে যায় বিয়ের লগন। হিন্দু বিয়েতে সোনা কেনাকে সৌভাগ্যের প্রতীক হিসাবেও ধরা হয়। তাই বিয়ের পূর্বে সোনা কেনা শুভ বলে মনে করা হয়। অনেকেই এই দেবীপক্ষে সোনা কিনতে চান। কারণ দেবীপক্ষ যে কোনও কাজের জন্যই শুভ বলে মনে করা হয়। কারও কারও মতে,দেবীপক্ষ সোনা কেনার অন্যতম সেরা সময় বলে মনে করা হয়। তাতে মা লক্ষ্মীর কৃপাও পাওয়া যায়। সঙ্গে পরিবারে সুখ-সমৃদ্ধিও আসে।
হালে সোনার দাম (Gold Price Today) হু হু করে বেড়ে গিয়েছে বাজারে। পাকা সোনা থেকে গয়নার সোনা, সবেরই এখন ভরি লাখ টাকার উপরে। দেখে নেওয়া যাক, আজ কলকাতার বাজারে সোনার দাম কত।
আজকের সোনার দাম (২৪ সেপ্টেম্বর, ২০২৫)
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ১১৩৬২ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ১০৭৯৫ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ১০৩৩৯ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ৮৮৬২ |
| রুপো (৯৯৯) | ১ কেজি | ১৩৫০৭৩ |
*Above rates are without 3% GST
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।
সোনার বিশুদ্ধতা ক্যারেটে প্রকাশ করা হয়। ২৪ ক্যারেট সোনা ৯৯.৯% খাঁটি এবং ২২ ক্যারেট সোনা ৯২% খাঁটি। ১৪ এবং ১৮ ক্যারেটে যথাক্রমে মাত্র ৫৮.৩৩% এবং ৭৫% খাঁটি সোনা থাকে। ভারতে যে কোনও উৎসবে বা শুভ কাজে সোনা কেনা বা উপহার দেওয়ার রীতি রয়েছে। অনেকে সোনাকে আবার বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে। সেই ক্ষেত্রে সোনার দাম বাড়লে বিনিয়োগে বেশি (Gold Silver Price) মুনাফা পাওয়া যায়। তবে সোনার গয়না কেনার ক্ষেত্রে খরচ অনেকখানি বেড়ে যায়। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের, যদিও এই সোনায় গয়না গড়া হয় না। সঞ্চয়ের জন্য যাঁরা সোনার বার বা কয়েন কেনেন, তাঁরাই পাকা সোনা কেনেন।