সোনার দাম রোজই ওঠানামা করে। গত কয়েকদিন ধরে, দাম ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। সোনার চাহিদাও ওঠানামা করে। তবে, বিয়ের মরশুমে মানুষ বেশি সোনা কেনে, তখন সোনার চাহিদা বেড়ে যায়। ভারতে, সোনা কেনাকে কেবল বিনিয়োগের বিকল্প হিসেবে দেখা হয় না। এটি  ভারতীয় সংস্কৃতির সঙ্গেও রয়েছে জড়িয়ে। সপ্তাহ শুরুতে সোনার দাম বেড়েছে। মঙ্গলেও কি সেই ট্রেন্ডই বজায় থাকল?  এই দিকে অনেকেরই নজর। গত সপ্তাহে পরপর কয়েকদিন সোনার দাম কমে।দেখে নেওয়া যাক কত হল আজ কত হল সোনার দাম। 

Continues below advertisement

 গতকাল সোনার দাম যা ছিল -  

আজকের সোনার দাম সকালে ( ৯ ডিসেম্বর, ২০২৫)                  

Continues below advertisement

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ১২৭৬৩
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ১২১২৫
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ১১৬১৪
১৮ ক্যারেট ১ গ্রাম ৯৯৫৫
রুপো (৯৯৯) ১ কেজি ১৭৯৩৬০

সোনার দাম সকালে ( ৮ ডিসেম্বর, ২০২৫)                  

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ১২৮২৫
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ১২১৮৫
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ১১৬৭০
১৮ ক্যারেট ১ গ্রাম ১০০০৫
রুপো (৯৯৯) ১ কেজি ১৭৮৭৯৩

Above rates are without 3% GST

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।