Gold Price Today: লক্ষ্মীপুজোর পরই দুপুরের আগেই দু-বার বদল হল সোনার দামে (Gold Rate)। বাজার বিশেষজ্ঞরা বলছেন, উৎসব বিয়ের মরসুমে আরও বাড়তে পারে সোনার দাম (Gold Silver Price)। সেই ক্ষেত্রে আজ কিনলে কি লাভবান হবেন ? কী যাচ্ছে রাজ্যের রেট ।


আজকের সোনার দর (১৮ অক্টোবর, ২০২৪):


সোনা                                        ওজন      দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)      ১ গ্রাম     ৭৭১৮
২২ ক্যারেট (কিনতে গেলে)         ১ গ্রাম   ৭৩৩২
২২ ক্যারেট (বেচতে গেলে)         ১ গ্রাম    ৭০২৩
১৮ ক্যারেট                                ১ গ্রাম    ৬০২০
রুপো (৯৯৯)                            ১ কেজি   ৯২৩৫২
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই। 


সোনা কেন বিনিয়োগের জায়গা
যেকোনও শুভ অনুষ্ঠানে সোনার গয়না পরা এবং সোনার গয়না উপহার দেওয়ার চল রয়েছে। সোনাকে (Gold Price) এ দেশে শুভ বলে মনে করা হয়। অনেকসময় উৎসবের আবহে সোনা কেনা হয় এই কারণেই। পাশাপাশি দীর্ঘদিন ধরে সোনা বিনিয়োগের অন্যতম মাধ্যম হয়েছে। সেই ক্ষেত্রে শেয়ার বাজারের অস্থিরতার বাইরে সোনাকে সুরক্ষিত বিনিয়োগের স্থান বলে মনে করেন ইনভেস্টাররা।


অনেকেই ২৪ ক্যারাটের সোনার কয়েন বা সোনার বার কিনে জমিয়ে রাখেন ভবিষ্যতে ভাল রিটার্নের আশায়। প্রতিদিনই ওঠানামা করে সোনার দর। শুল্ক, করের (Gold Rate Today) পাশাপাশি, আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপরেও সোনার দাম অদল-বদল হয়ে থাকে। রুপোর গয়নার চলও রয়েছে। বিনিয়োগের মাধ্যম হিসেবেও অনেকে রুপো কিনে রাখেন। সম্প্রতি রুপোর দামও আগের থেকে অনেকটাই বেড়ে এসেছে। 


তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় ।কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


RBI: ঋণ দিতে পারবে না, এই ৪ মাইক্রো ফিন্যান্স সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ রিজার্ভ ব্যাঙ্কের