Reserve Bank Of India: এই চার নন ব্যাঙ্কিং মাইক্রো ফিন্য়ান্স সংস্থার (Micro Finance) বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাঙ্ক (RBI)।  21 অক্টোবর 2024 থেকে চারটি NBFC-MFI-এর ঋণ অনুমোদন এবং ঋণ বিতরণ (Loan) নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। RBI তত্ত্বাবধায়ক আদেশের অধীনে চারটি NBFC-কে তার সিদ্ধান্তের কথা জানিয়েছে।


কোন কোন মাইক্রো ফিন্যান্সের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দুটি মাইক্রো ফাইন্যান্স কোম্পানি- চেন্নাই-ভিত্তিক আশীর্বাদ মাইক্রো ফাইন্যান্স লিমিটেড এবং কলকাতা-ভিত্তিক অরোহন ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডকে ঋণ দেওয়া থেকে নিষিদ্ধ করেছে। এছাড়াও, দুটি এনবিএফসি, নিউ দিল্লি ভিত্তিক ডিএমআই ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড এবং বেঙ্গালুরু ভিত্তিক নাভি ফিনসার্ভ লিমিটেডকে ঋণ অনুমোদন এবং বিতরণ নিষিদ্ধ করা হয়েছে।


কেন এই সিদ্ধান্ত
RBI বলেছে, ওয়েটেড অ্য়াভারেজ লেন্ডিং রেট এবং ফান্ড অফ ফান্ডের উপর সুদের হার অনেক বেশি। যা রিজার্ভ ব্য়াঙ্কের মানিটারি পলিসির নিয়ম লঙ্গন করেছে। এই সংক্রান্ত উদ্বেগের কারণেই এই চার আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।


আগেও সতর্ক করা হয়েছিল
আরবিআই জানিয়েছে, গত কয়েক মাসে নিয়ন্ত্রিত সংস্থাগুলিকে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে ছোট মূল্যের ঋণে স্বচ্ছতা বজায় রাখতে বলা হয়েছিল। তাসত্ত্বেও তারা অন্যায় ও ভুল পথ অবলম্বন করেছে। এমনকি ক্ষুদ্র অর্থ ঋণের ক্ষেত্রেও গার্হস্থ্য আয় এবং মাসিক শোধের বাধ্যবাধকতা সম্পর্কিত নিয়ন্ত্রক নির্দেশিকা অনুসরণ করা হয়নি। 21 অক্টোবর 2024-এ ব্যবসা বন্ধ হওয়ার পরে এই চারটি NBFC-এর উপর এই নিষেধাজ্ঞাগুলি প্রযোজ্য হবে৷ তবে, এই নিষেধাজ্ঞা বর্তমান গ্রাহকদের পরিষেবা, কালেকশন ও রিকভারি প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে না৷


9 অক্টোবর, 2024-এ, আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস তার বিবৃতিতে বলেছিলেন, আরবিআই কিছু এনবিএফসি-এর কাজকর্মের উপর নজর রাখছে এবং পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। এই কাজ তারই ফল বলে মনে করছেন গ্রাহকরা।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


RBI: চার ব্যাঙ্কের বিরুদ্ধে জরিমানা ঘোষণা করল RBI, আপনার ব্যাঙ্কের নাম নেই তো ?