Gold Rate: গত বুধবার ২৩ জুলাই সোনার দাম এক লাখ পেরিয়ে গিয়েছিল। বিরাট লাফ দেখা দিয়েছিল দামে। বাংলার বাজারে ২৪ ক্যারাট সোনার দাম (Gold Rate Today) প্রতি গ্রামে ১০ হাজার টাকা অর্থাৎ ১০ গ্রাম বা ১ ভরির দাম ১ লাখ টাকা হয়ে গিয়েছিল বুধবার। তবে আজ ২৬ জুলাই শনিবারে এসে ফের পতন সোনার দামে। গতকাল খানিক কমেছিল সোনার দাম। আজ আরও খানিক কমে গেল দাম। গত দুই দিনে কয়েক হাজার টাকা নেমে এসেছে এক ভরি সোনার দাম। যদিও রুপোর দাম আজ আরও বেড়েছে। এক ঝলকে দেখে নিন আজ কত দরে বিকোচ্ছে সোনা-রুপো।  

আজকের সোনার দাম (২৬ জুলাই, ২০২৫)    

 
সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ৯৭৯৩
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৯৩০৫
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ৮৯১০
১৮ ক্যারেট ১ গ্রাম ৭৬৪০
রুপো (৯৯৯) ১ কেজি ১,১৩,৬৪০

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।

বুধবারে সোনার দাম সর্বোচ্চ স্তরে ছিল 

 
সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ১০,০৩০
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৯৫৩০
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ৯১২৭
১৮ ক্যারেট ১ গ্রাম ৭৮২৫
রুপো (৯৯৯) ১ কেজি ১,১৫,৭৬১

দুই দিনের হিসেব মিলিয়ে দেখলে বোঝাই যাচ্ছে ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দামে ২ হাজার টাকা পতন এসেছে। তবে রুপোর দাম অন্যদিকে এক কেজিতে ১৫০ টাকা কমেছে বলে দেখা যাচ্ছে রেটচার্টে। 

দেশে সোনা কেনাকে শুভ হিসাবে ধরা হয়

ভারতে যে কোনও উৎসবে বা শুভ কাজে সোনা কেনা বা উপহার দেওয়ার রীতি রয়েছে। অনেকে সোনাকে আবার বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে। সেই ক্ষেত্রে সোনার দাম বাড়লে বিনিয়োগে বেশি (Gold Silver Price) মুনাফা পাওয়া যায়। তবে সোনার গয়না কেনার ক্ষেত্রে খরচ অনেকখানি বেড়ে যায়। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের, যদিও এই সোনায় গয়না গড়া হয় না। সঞ্চয়ের জন্য যাঁরা সোনার বার বা কয়েন কেনেন, তাঁরাই পাকা সোনা কেনেন।         

সোনার গয়না কেনার সময় হলমার্ক দেখে নেওয়া জরুরি 

হলমার্কে জুয়েলারের শনাক্তকরণ চিহ্ন, হলমার্কিংয়ের বছর, ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এর স্ট্যাম্প উল্লেখ থাকে। BIS স্ট্যাম্প হল একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে যে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুসারে তৈরি করা হয়েছে।