Gold Rate:  এক সপ্তাহে অনেকটাই কমার পর এবার সামান্য বাড়ল সোনার দাম (Gold Silver Price)। সোমের শুরুতেই এখনও হাতের মুঠোয় রয়েছে সোনা। বাজার বিশেষজ্ঞরা বলছেন, এখান থেকে ফের লাফাতে পারে গোল্ড প্রাইস। জেনে নিন, রাজ্যে আজ কত চলছে দাম। বাজেটের পর থেকেই কাস্টম ডিউটি কমে যাওয়ার কারণে দাম অনেকটাই কমে যায় একধাক্কায়।  


আজকে সোনার দর কত ? (২৯ জুলাই, ২০২৪)


সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)  ১ গ্রাম ৬৮৭৮
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৬৫৬৮
২২ ক্যারেট (বেচতে গেলে)  ১ গ্রাম ৬২৫৯
১৮ ক্যারেট                         ১ গ্রাম ৫৩৯৯
 
রুপো (৯৯৯) ১ কেজি ৮২,৪৭০
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।


যেকোনও অনুষ্ঠানে উপহার হোক বা পছন্দের বিনিয়োগ। সোনাই (Gold Price) বেশিরভাগের প্রথম পছন্দ। দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রুপোর দর। প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু প্রতিদিনের দর জানতে ক্লিক করুন এবিপি লাইভে। 


সোনার দাম কমল আজ
আজ শনিবার সোনার (Gold Rate Today) দাম গ্রাম প্রতি আবার বেড়েছে গতকালের থেকে। এখন ২৪ ক্যারাট সোনার দাম খানিক বেড়ে হয়েছে এখন ৬৮৬৪ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম বেড়ে হয়েছে ৬৫৫৫ টাকা। আজ সোনা (Gold Price Today) বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার (Gold Rate Today) জন্য দাম পাবেন ৬২৪৬ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম আজ হয়েছে ৫৩৮৮ টাকা। শনিবারের বাজারে রুপোর দাম প্রতি কেজিতে ৮২ হাজার ০৭৭ টাকা। রুপোর দাম আজ আবার বেড়ে গিয়েছে অনেকটা। 


সোনার বিশুদ্ধতা কীসের ওপর নির্ভর করে
সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।


তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


Sukanya Samriddhi Yojna: কেবল সুকন্যা সমৃদ্ধি করলেই ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে মেয়ের, এই বিষয়ে জানেন ?