Gold Rate: বৈশাখে বিয়ের মরশুম। মধ্যবিত্তকে চিন্তায় ফেলে বেড়েই চলেছে সোনার দাম। আজ কত সোনার দাম? বাংলা জুড়ে আজ সোনা কিনতে গেলে কত খরচ হবে, এক ঝলকে দেখে নিন রেটচার্টে।
সোনার কেনার ঝোঁক আছে অনেকেরই
যে কোনও অনুষ্ঠানে উপহার হোক বা পছন্দের বিনিয়োগ। সোনা (Gold Price) বেশিরভাগের প্রথম পছন্দ। এমন বাঙালি খুঁজে পাওয়া ভার দিনের শুরুতে সোনা-রুপোর দামের দিকে চোখ যায় না যাঁর। দেশের এক এক জায়গায় এক একদিন এক একরকম থাকে সোনা-রূপার দর। প্রায় প্রতিদিনই ওঠানামা করে তা কিন্তু বুঝবেন কীভাবে আজ বাজারে সোনা-রুপোর সঠিক দাম কত চলছে? দোকানে যাওয়ার আগে যাচাই করে নেবেন কীভাবে? দাম ঠিক না ভুল? মুশকিল আসান এবিপি লাইভ বাংলায়। প্রতিদিন সোনা-রুপোর (Silver Price in Kolkata) দাম কেমন চলছে, এক ক্লিকেই জেনে নিতে পারবেন তা।
বৃহস্পতিবার বাজারে কত হল দাম
আজ ১৮ এপ্রিল বৃহস্পতিবার দাম ফের কি বাড়ল সোনার (Gold Rate Today)? বুধবারের তুলনায় ২৪ ক্যারাট সোনার দাম বেড়ে গিয়েছে? আজ গ্রাম প্রতি সোনার দাম কমে হয়েছে ৭৩১১ টাকা। অন্যদিকে ২২ ক্যারাট সোনা বা গহনার সোনার দাম হয়েছে ৭০৬২ টাকা। সোনা বিক্রি করতে গেলে ২২ ক্যারাট সোনার জন্য আজ দাম পাবেন প্রতি গ্রামে ৬৬৫৩ টাকা। ১৮ ক্যারাট সোনার দাম আজকের বাজারে ৫৮২০ টাকা। রুপোর দাম আজ কিছুটা বেড়েছে। আজকের রুপোর দাম ৮৩,৯৭০ টাকা প্রতি কেজিতে।
আজকের সোনার দর (১৭ এপ্রিল, ২০২৪):
সোনা | ওজন | দাম (টাকায়) |
২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৭৩১১ |
২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৭০৬২ |
২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৬৬৫৩ |
১৮ ক্যারেট | ১ গ্রাম | ৫৮২০ |
রুপো (৯৯৯) | ১ কেজি | ৮৩,৯৭০ |
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।
আরও পড়ুন: Mahendra Singh Dhoni: মহেন্দ্র সিংহ ধোনি বিনিয়োগ করেছেন এই ই-সাইকেল কোম্পানিতে