Gold Rate: ভারতের শেয়ার বাজার (Indian Stock Market) টানা পাঁচ দিন পতনের পর সোমবার ঘুরে দাঁড়াতেই সোনার দাম (Gold Price Today) পড়ল। বাজার বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, সাময়িক এই পতনের পর চলতি বছরে আর ছোঁয়া যাবে না সোনা। তাই চাইলে এটাই সোনা কেনার আদর্শ সময়। জেনে নিন, আজ রাজ্যে কত চলছে সোনার দাম।
৮০ হাজারে যেতে পারে সোনা ?
রবিবার সপ্তাহান্তে এসে লাফ দিয়েছিল সোনার দাম। ধনতেরসের আগে ৮০ হাজারে চলে যেতে পারে গোল্ড রেট। তাই গয়না গড়ার পরিকল্পনা থাকলে এখনই কিনে রাখতে পারেন। জেনে নিন, আজ কত দর চলছে বাংলায়। এখানে রইল রেটচার্ট।
সারা বছরই দেশে থাকে সোনার চাহিদা। বিশেষ করে কোনও অনুষ্ঠানের সরসুমে সোনার চাহিদা বাড়তে থাকে। শুভ অনুষ্ঠানে সোনার গয়না পরা এবং সোনার গয়না উপহার দেওয়ার চল রয়েছে ভারতে। সোনাকে (Gold Price) এ দেশে শুভ বলে মনে করা হয়। অনেক সময় উৎসবের আবহে সোনা কেনা হয় এই কারণেই। পাশাপাশি দীর্ঘদিন ধরে সোনা বিনিয়োগের অন্যতম মাধ্যম হয়েছে।
আজকের সোনার দর (২৮ অক্টোবর, ২০২৪):
সোনা | ওজন | দাম (টাকায়) |
২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৭৮০৫ |
২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৭৪১৫ |
২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৭১০০ |
১৮ ক্যারেট | ১ গ্রাম | ৬০৯০ |
রুপো (৯৯৯) | ১ কেজি | ৯৭১৮৪ |
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
সোনাতে বিনিয়োগ করেন অনেকেই
অনেকেই ২৪ ক্যারাটের সোনার কয়েন বা সোনার বার কিনে জমিয়ে রাখেন ভবিষ্যতে ভাল রিটার্নের আশায়। প্রতিদিনই ওঠানামা করে সোনার দর। শুল্ক, করের (Gold Rate Today) পাশাপাশি, আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপরেও সোনার দাম অদল-বদল হয়ে থাকে। রুপোর গয়নার চলও রয়েছে। বিনিয়োগের মাধ্যম হিসেবেও অনেকে রুপো জমিয়ে রাখেন।
সোনার একাধিক ভাগ রয়েছে। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের। এই সোনায় সাধারণত বার ও কয়েন হয়ে থাকে। গয়নার সোনা সাধারণত ২২ ক্যারেটের হয়। যত খাদ মেশানো হয় সোনায় তত ক্যারেট কমবে। এর পরে ১৮ ও ১৪ ক্যারেটের সোনাও পাওয়া যায়। হালকা গয়না বা পাথর, এডি বসানো গয়নার জন্য ওই ক্যারেটের সোনা ব্যবহার করা হয়।
তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)