Gold Rate : সপ্তাহান্তে এসে দামে আবার কিছুটা চড়াভাব দেখা গেল। শুক্রবার যতখানি দাম কমেছিল সোনার, তার থেকে কিছুটা বাড়ল আজকের দাম। তবুও এখনও সাধ্যের মধ্যে আছে সোনার দাম। সোনার দামে হেরফের হল আজ কতটা ? বাজারে সোনা কিনতে যাওয়ার আগে দেখে নিন রেটচার্ট। 

সোনার দামে কত হেরফের 

এই সপ্তাহের শুরুতে সোমবার দাম খানিক কমতে দেখা গিয়েছিল সোনার। তবে সোমবার সন্ধেয় ফের কিছুটা বেড়ে যায় সোনার দাম। মঙ্গলবারের বাজারে আবার সাধ্যের মধ্যে ফিরে আসে সোনার দাম। তবে মঙ্গলবারের তুলনায় বুধবার ২০ মার্চ সোনার দাম অনেকটাই লাফিয়ে বেড়ে গিয়েছে। তাঁর থেকেও বৃহস্পতিবার লাফ দিয়েছে সোনার দাম। অবিশ্বাস্য লাফ। এবার তবে সাধ্যের বাইরেই চলে গেল সোনা ? কিন্তু শুক্রবারে এসে দাম কিছুটা সাধ্যের মধ্যে এসেছে। তাঁর তুলনায় আজ ২৩ মার্চ শনিবার সপ্তাহান্তে ফের কিছুটা বেড়ে যায় সোনার দাম। ২৪ ক্যারাট সোনার দাম শুক্রবারের তুলনায় প্রতি গ্রামে ৭ টাকা বেড়েছে। গহনার সোনা ২২ ক্যারাটের দাম প্রতি গ্রামে ১৩ টাকা বেড়ে আজ হয়েছে ৬৩৮৮ টাকা। অন্যদিকে রুপোর দামও আজ বেড়ে গিয়েছে অবিশ্বাস্যভাবে। এখন রুপোর দাম কেজিতে ৭৩৬৪৭ টাকা। 

আজকের সোনার দর (২৩ মার্চ, ২০২৪):

সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995)  ১ গ্রাম ৬৬০৬
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ৬৩৮৮
২২ ক্যারেট (বেচতে গেলে)  ১ গ্রাম ৬০১১
১৮ ক্যারেট  ১ গ্রাম ৫২৫৮

 

রুপো (৯৯৯) ১ কেজি ৭৩৬৪৭


সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে। 

গত সপ্তাহে কত ছিল দাম 

আগের সপ্তাহে বুধবার অনেকটাই দাম কমতে দেখা গিয়েছিল সোনার। ২৪ ক্যারাট সোনার দাম ছিল প্রতি গ্রামে ৬৫১০ টাকা, সেখানে গতকাল দাম হয়েছে ৬৫৫৫ টাকা। অর্থাৎ গ্রামে ৪৫ টাকা বেড়ে গিয়েছে সোনার দাম। অন্যদিকে ২২ ক্যারাট সোনার দাম গ্রামে যেখানে ছিল ৬২৮৯ টাকা, সেখানে দাম হয়েছে কাল ৬৩৩২ টাকা। সেখানে আজ শনিবার সোনার (২২ ক্যারাট) দাম গ্রাম প্রতি হয়েছে ৬৩৮৮ টাকা। অর্থাৎ আগের সপ্তাহের থেকে বেড়ে গিয়েছে দাম। 

আরও পড়ুন: SBI Yono App: বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাঙ্কিং, চলবে না অ্যাপও, সমস্যায় পড়বেন গ্রাহকেরা ! কী জানাল SBI ?