কাশীপুর : পুরুলিয়ার (Purulia News) কাশীপুরে এক যুবকের রহস্যমৃত্যু ঘিরে চাপানউতোর। মৃত হরনাথ মণ্ডল দলের যুব মোর্চার মণ্ডল সম্পাদক ছিলেন বলে দাবি করেছে বিজেপি। কাশীপুরের জোড়থল গ্রামে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় যুবকের দেহ। পরিবারের সন্দেহ, এটা আত্মহত্যা নয়, হত্যা হতে পারে। যদিও এখনও থানায় কোনো অভিযোগ জমা পড়েনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হরনাথের মুখে কাপড় গোঁজা ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো ও জেলা সভাপতি বিবেক রাঙ্গা। খুনের অভিযোগ করেছেন তাঁরা। যদিও তৃণমূলের দাবি, এটা অস্বাভাবিক মৃত্যু। এনিয়ে রাজনীতি করা উচিত নয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে, জানিয়েছেন পুলিশ সুপার। বাড়ির লোকদের সামনে রেখে ময়নাতদন্ত করা হয়েছে। তার ভিডিও করা হয়েছে। তবে, শরীরের বাইরে বা ভিতরে সেরকম কোনো চোট পাওয়া যায়নি।
আগেও বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যু !
২০২২ সালে এক বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছিল এই জেলায়। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে তিন বিজেপি (BJP) কর্মীকেই।
পুরুলিয়ার মানবাজার থানার গোপালনগরে এক বিজেপি কর্মীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। নিহত বিজেপি কর্মীর নাম ছিল মানস মাহাতো। তারপরেই উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, ওই বিজেপি কর্মী পুঞ্চা থানার পাঁড়ুই গ্রামের বাসিন্দা ছিলেন। দেহ উদ্ধারের পরে মৃত বিজেপি কর্মীর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে খুনের (Murder) মামলা রুজু করে তদন্ত শুরু হয়। অবশেষে একাধিক জায়গায় হানা দিয়ে বিজেপি কর্মী খুনে, বিজেপিরই ৩ কর্মীকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশের তরফে দাবি করা হয়, নেশার আসরে নিজেদের মধ্যে গন্ডগোল হয় ওই যুবকদের। সেখানেই বচসার জেরে খুন হন মানস মাহাতো। তখন পুরুলিয়ার পুলিশ সুপার এস সেলভা মুরুগন বলেন, 'আমরা প্রথমে একজনকে ধরি। তারপর আরও দুজনের সন্ধান পাই। সবাই একসঙ্গে মদ খাচ্ছিল। সৌমিত্র মানসের মাথায় আঘাত করে। মারা গিয়েছে দেখে ব্রিজের ওপর থেকে ফেলে দেওয়া হয়।'
আরও পড়ুন ; গলায় ফাঁসে ঝুলে মৃত্যু কাশীপুরের বিজেপি যুব নেতার, হাইকোর্টে পেশ ময়নাতদন্তের রিপোর্ট
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে