Gold Rate Today: সপ্তাহের শুরুতেই বদলে গেলে সোনার দর। জন্মাষ্টমীর দিনেই কি আরও কমল সোনার দাম ? আজ কিনলে কততে পাবেন জানেন। বাজার বিশেষজ্ঞরা কী বলছে, দাম আরও পড়বে ?

বাজেটের পর থেকে কিছুটা পড়লেও ফের স্বমহিমায় সোনার দাম। বাজার বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে ৮২ হাজারে গণ্ডি ছাড়িয়ে যাবে গোল্ড রেট। সেই ক্ষেত্রে এখন কিনলে লাভবান হতে পারেন আপনি। সোনার দাম প্রায়দিনই ওঠানামা করে। কখনও বাড়ে, কখনও কমে। সোনার দাম কমলে গ্রাহকদের সুবিধে হয়, বিনিয়োগকারীদের মুনাফার সুযোগ বাড়ে। সোনার গয়না (Gold Rate) গড়াতে গেলে আজ কি খরচ বেশি হবে ? দোকানে যাওয়ার আগে দেখে নিন রেটচার্ট। 

আজকের সোনার দর (২৬ অগাস্ট, ২০২৪):

সোনা                                   ওজন           দাম (টাকায়)২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম          ৭১৬৮২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম            ৬৮১০২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম             ৬৫২৩১৮ ক্যারেট                         ১ গ্রাম            ৫৫৯১রুপো (৯৯৯)                 ১ কেজি               ৮৬২৪০সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।

কেন বেড়েই চলেছে সোনার চাহিদা

 বিয়ে, অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনও শুভ অনুষ্ঠানে সোনার গয়না পরা এবং সোনার গয়না উপহার দেওয়ার চল রয়েছে। সোনাকে (Gold Price) এ দেশে শুভ বলে মনে করা হয়। অনেকসময় উৎসবের আবহে সোনা কেনা হয় এই কারণেই। পাশাপাশি দীর্ঘদিন ধরে সোনা বিনিয়োগের অন্যতম মাধ্যম হয়েছে। অনেকেই ২৪ ক্যারাটের সোনার কয়েন বা সোনার বার কিনে জমিয়ে রাখেন ভবিষ্যতে ভাল রিটার্নের আশায়। প্রতিদিনই ওঠানামা করে সোনার দর। শুল্ক, করের (Gold Rate Today) পাশাপাশি, আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপরেও সোনার দাম অদল-বদল হয়ে থাকে। রুপোর গয়নার চলও রয়েছে। বিনিয়োগের মাধ্যম হিসেবেও অনেকে রুপো জমিয়ে রাখেন। 

সোনার একাধিক ভাগ রয়েছে। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের। এই সোনায় সাধারণত বার ও কয়েন হয়ে থাকে। গয়নার সোনা সাধারণত ২২ ক্যারেটের হয়। যত খাদ মেশানো হয় সোনায় তত ক্যারেট কমবে। এর পরে ১৮ ও ১৪ ক্যারেটের সোনাও পাওয়া যায়। হালকা গয়না বা পাথর, এডি বসানো গয়নার জন্য ওই ক্যারেটের সোনা ব্যবহার করা হয়।

তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)

UPI-এর পর এবার ULI, রিজার্ভ ব্যাঙ্কের 'গেম চেঞ্জার', আপনার কী লাভ ?