RBI Update: UPI সফলতার লাভ পেয়েছে দেশবাসী। এবার পেমেন্টস সিস্টেমের পাশাপাশি ULI নিয়ে আসছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। খোদ এই খবরের সত্যতার বিষয়ে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das)। জেনে নিন, এই নতুন পরিষেবায় কী সুবিধা পাবে দেশবাসী।


ULI (ইউনিফাইড লেন্ডিং ইন্টারফেস)
UPI (UPI) পেমেন্ট সিস্টেম ভারতে সেকেন্ডে ডিজিটাল পেমেন্টের কারণে খুচরা ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে একটি বৈপ্লবিক পরিবর্তন আনতে সফল হয়েছে, যা সারা বিশ্ব দ্বারা স্বীকৃত। ইউপিআই (ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস) এর মাধ্যমে ডিজিটাল পেমেন্টে বিপ্লবের পর, ব্যাঙ্কিং পরিষেবাগুলির ডিজিটাইজেশনের যাত্রাকে এগিয়ে নিয়ে আরবিআই ডিজিটাল ক্রেডিটের মাধ্যমে বড় পরিবর্তন আনার প্রস্তুতি নিচ্ছে যার নাম দেওয়া হয়েছে ULI (ইউনিফাইড লেন্ডিং ইন্টারফেস)।


UPI-এর পর এবার ULI আসছে
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস বেঙ্গালুরুতে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার এবং ইমার্জিং টেকনোলজিস সম্পর্কিত একটি অনুষ্ঠানে তার ভাষণে বলেছেন, আরবিআই সমস্যামুক্ত ঋণের জন্য ইউনিফাইড লেন্ডিং ইন্টারফেস (ইউএলআই) প্রযুক্তি প্ল্যাটফর্মের একটি পাইলট প্রকল্প চালাচ্ছে। যার মধ্যে ঋণ অনুমোদন ব্যবস্থাকে সুবিন্যস্ত করা হবে যাতে খুব অল্প সময়ে মানুষকে ঋণ দেওয়া যায় সেই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এতে স্বল্প পরিমাণের ঋণগ্রহীতাদের অনেক উপকার হবে।


ইউনিফাইড লেন্ডিং ইন্টারফেস কবে আসছে বাজারে
আরবিআই গভর্নর বলেছেন, পাইলট প্রকল্পের অভিজ্ঞতার পরে শীঘ্রই সারা দেশে ইউনিফাইড লেন্ডিং ইন্টারফেস (ইউএলআই) চালু করা হবে। শক্তিকান্ত দাস জানিয়েছেন, UPI পেমেন্ট সিস্টেম যেভাবে পুরো ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে একটি বড় পরিবর্তন আনতে সক্ষম হয়েছে, একইভাবে ইউনিফাইড লেন্ডিং ইন্টারফেস ভারতের ঋণ দেওয়ার ক্ষেত্রে একটি বড় পরিবর্তন আনার প্রস্তুতি নিচ্ছে। শক্তিকান্ত দাসের মতে, জন ধন আধার মোবাইল-UPI-ULI (JAM-UPI-ULI) এর নতুন ত্রয়ী ভারতের ডিজিটাল পরিকাঠামোর যাত্রায় একটি মাইলফলক হিসেবে প্রমাণিত হবে৷


কোন কোন সেক্টর বেশি লাভবান হবে
শক্তিকান্ত দাস বলেছেন- এই প্ল্যাটফর্মে একাধিক ডেটা প্রদানকারীর সাথে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলিও বিভিন্ন রাজ্যের জমির রেকর্ড থাকবে। যেখানে বিরামহীন এবং সম্মতি ভিত্তিক ডিজিটাল তথ্যও পাওয়া যাবে। এর মাধ্যমে ক্ষুদ্র ও গ্রামীণ এলাকায় সহজে কম সময়ে ঋণ দেওয়া যাবে। ঋণগ্রহীতারা ক্রেডিট নির্বিঘ্নে ডেলিভারি পাবেন এবং বেশি ডকুমেন্টেশন থেকে মুক্তি পাবেন।


গ্রাহকদের আর্থিক এবং অ-আর্থিক ডেটা ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে এক জায়গায় পাওয়া যাবে। আরবিআই গভর্নর বলেছেন, ইউনিফাইড লেন্ডিং ইন্টারফেস সেই সব সেক্টরকে উপকৃত করবে যেখানে এখনও ঋণের চাহিদা মেটানো হয়নি। বিশেষ করে কৃষি ও MSSE সেক্টরের সাথে যারা ঋণ নিতে চান তারা অনেক উপকৃত হবেন।


SBI Senior Citizen FD Scheme: প্রবীণ নাগরিকদের জন্য দারুণ স্কিম স্টেট ব্যাঙ্কের, কত রাখলে কত পাবেন ?